ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আফগানদের হারিয়ে সুপার ফোর স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা Logo নারী শিক্ষার্থীকে দুই ঘণ্টা আটকে হয়রানির অভিযোগ ছাত্রদলকর্মীর বিরুদ্ধে Logo জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জকসু নীতিমালা পাশের দাবি জবি শিবিরের Logo আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল টাইগাররা Logo মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে সব হারানো সেই হিন্দু পরিবারের পাশে জামায়াত নেতা Logo ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৯ হাজার ২০২ কোটি টাকা Logo বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ Logo আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন আসর Logo বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

সর্বোচ্চ রান নিয়েও হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • 300

সর্বোচ্চ রান নিয়েও হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত। বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি। তবে ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারও রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তারপরও ম্যাচ হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত।

২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল শান্তর দল। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে টাইগাররা।

ব্যাটিংয়ে এমন ধসের শুরুটা অবশ্য শান্তকে দিয়ে। তবে তার আগে ৬৮ বলে ৪৭ রান করেছেন শান্ত। অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে ৫৫ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন নবি।

শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ১২০। এরপর আর ২৩ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।

এমন হারের পর শান্ত বলেছেন, ‘আমরা প্রথম ১৫-২০ ওভার ভালো খেলেছি, ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।’

‘আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।’-যোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আফগানদের হারিয়ে সুপার ফোর স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা

সর্বোচ্চ রান নিয়েও হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত

আপডেট সময় ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ রান নিয়েও হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত। বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি। তবে ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারও রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তারপরও ম্যাচ হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত।

২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল শান্তর দল। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে টাইগাররা।

ব্যাটিংয়ে এমন ধসের শুরুটা অবশ্য শান্তকে দিয়ে। তবে তার আগে ৬৮ বলে ৪৭ রান করেছেন শান্ত। অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে ৫৫ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন নবি।

শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ১২০। এরপর আর ২৩ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।

এমন হারের পর শান্ত বলেছেন, ‘আমরা প্রথম ১৫-২০ ওভার ভালো খেলেছি, ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।’

‘আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।’-যোগ করেন তিনি।