প্রতিটি সমস্যা নিজের জন্য একটি শিক্ষা বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি সায়েন্স ক্লাব এর আয়োজনে ‘পিএইচডি টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে ‘পিএইচডি টক’ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এটি ছিলো পিএইচডি টক এর ১২তম পর্ব। এবারের পিএইচডি টকের আলোচ্য বিষয় ছিলো, ‘কো-ইনক্যাপসুলেশন অব বায়োঅ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস ফর ফাংশনাল ফুড ডেভেলপমেন্ট’। আলোচক হিসেবে ছিলেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মার্জিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘এই ধরণের অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে আগ্রহী হবে। কিভাবে কি করতে হয়, কোন প্রক্রিয়ায় আগাতে তা জানতে পারবে। দেশকে উন্নত করতে রিসার্চ এর বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি সমস্যা নিজের জন্য একটা শিক্ষা। সমস্যার সমাধান বের করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আমাদের সৃজনশীল চিন্তাভাবনা করে গবেষণার জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ক্লাবের উপদেষ্টা ড. মো. মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।