ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মনোহরদী উপজেলায় দিন-দুপুরে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের খালা পাপিয়া আক্তার আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকালে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে আনিকাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। তিনি খালার কাছে থেকে পড়াশোনা করতেন। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিকালে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আনিকার মৃত্যু হয়। ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে পাপিয়াকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। কী কারণে কে বা কারা হামলা করেছে, তা জানা যায়নি। তদন্ত চলছে।

 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নরসিংদীর মনোহরদী উপজেলায় দিন-দুপুরে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের খালা পাপিয়া আক্তার আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকালে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি নারান্দী গ্রামের মৃত সাত্তার মাস্টারের বাড়িতে আনিকাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। তিনি খালার কাছে থেকে পড়াশোনা করতেন। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিকালে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আনিকার মৃত্যু হয়। ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে পাপিয়াকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। কী কারণে কে বা কারা হামলা করেছে, তা জানা যায়নি। তদন্ত চলছে।