ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর Logo গণঅভ্যুত্থানে রিকশাচালক ইসমাইলের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫ Logo নারী টি–টোয়েন্টি বিশ্বকাপসহ টিভিতে যা দেখবেন আজ Logo আগাছা পরিষ্কার করতে আরেকবার যুদ্ধের প্রস্তুতি নিন: জামায়াত আমির

নোবিপ্রবিতে বাংলা দর্পণের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:২৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 88

নোয়াখালী বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ও প্রিন্ট গ্যালারি নিবেদিত ‘বাংলা দর্পন : সিজন- ৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই আয়োজন চলে।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। উপাচার্য সম্পূর্ণ প্রদর্শনী ঘুরে দেখে ছবিগুলোর শিল্পমান বিশ্লেষণ এবং ফটোগ্রাফারদের প্রশংসা করেন। তিনি বলেন, এই মুক্ত পরিবেশে ছবি প্রদর্শন আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর। বিভিন্ন প্রকার অনুষ্ঠানে আমাদের অতিথীদের উপহার স্বরুপ দেয়ার জন্য ছবি প্রয়োজন হয়। এই সুন্দর আয়োজন করার জন্য ফটোগ্রাফি ক্লাবকে অনেক ধন্যবাদ।”

প্রদর্শনীতে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক হানিফ মুরাদ, শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড.জাহাঙ্গীর সরকার এবং ক্লাবের উপদেষ্টা মো. ইফতেখার পারভেজ ।প্রদর্শনীটির বিচারকের দায়িত্ব পালন করেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী কুদরত-এ-খুদা।

আয়োজনের বিষয়ে ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মেহেদী বলেন, “আমরা জাতীয় পর্যায়ে সকল ফটোগ্রাফারের সৃজনশীল প্রতিভা তুলে ধরা, এছাড়া দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতি সবার কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। মানুষকে সারাজীবন কোন না কোন শিল্পের মধ্য দিয়ে যেতে হয়। মানুষের বেঁচে থাকাও একটা শিল্প। এই শিল্পের সাথে যখন পারিপার্শ্বিক অন্যান্য শিল্প জড়িত হয়, তখন মানুষের জীবন পরিপূর্ণ হয়ে উঠে।

এই পরিপূর্ণভা আনয়নে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফটোগ্রাফি চর্চায় বদ্ধ পরিকর, একই সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশব্যাণী প্রতিভাবান ছবিপ্রেমি মানুষদের কাছে এক আবেগের নাম। শিল্পচর্যার নিমিত্তে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব প্রতিবছর জাতীয় পর্যায়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। এ ধারাবাহিকতায় ‘বাংলা দর্পণ সিজন ৬” এর আয়োজন।

এ আয়োজনে ১৭০ জন ফটোগ্রাফারের ৫১০ এর অধিক ছবি জমা পরে৷ এর মধ্যে সেরা ৮০ টি ছবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রদর্শিত হয়। নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এক্সিবিশন করার স্বপ্ন নিয়ে এগোচ্ছে।”

প্রদর্শনীতে ঘুরতে আসা একজন শিক্ষার্থী বলেন, ” বাংলা দর্পন সিজন -৬ খুবই সুন্দর ছবি প্রদর্শন করা হয়েছে। এখানে জীবনমুখী ছবি থেকে শুরু করে প্রকৃতি,বন্ধত্ব, প্রাণী ও জীব বৈচিত্র্য সবকিছু ফুটে উঠেছে। প্রত্যেক বছর এমন একটা প্রদর্শনী হয়, যাতে আমরা যারা ছবিপ্রেমী আছি তারা দেখতে পারি।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন এম. সাইদ, দ্বিতীয় স্থান অধিকার করেন ওমর সাইদ অপু ও তৃতীয় স্থান অর্জন করেন বিধান চন্দ্র দাশ।

জনপ্রিয় সংবাদ

ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোবিপ্রবিতে বাংলা দর্পণের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নোয়াখালী বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ও প্রিন্ট গ্যালারি নিবেদিত ‘বাংলা দর্পন : সিজন- ৬” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই আয়োজন চলে।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। উপাচার্য সম্পূর্ণ প্রদর্শনী ঘুরে দেখে ছবিগুলোর শিল্পমান বিশ্লেষণ এবং ফটোগ্রাফারদের প্রশংসা করেন। তিনি বলেন, এই মুক্ত পরিবেশে ছবি প্রদর্শন আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর। বিভিন্ন প্রকার অনুষ্ঠানে আমাদের অতিথীদের উপহার স্বরুপ দেয়ার জন্য ছবি প্রয়োজন হয়। এই সুন্দর আয়োজন করার জন্য ফটোগ্রাফি ক্লাবকে অনেক ধন্যবাদ।”

প্রদর্শনীতে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক হানিফ মুরাদ, শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড.জাহাঙ্গীর সরকার এবং ক্লাবের উপদেষ্টা মো. ইফতেখার পারভেজ ।প্রদর্শনীটির বিচারকের দায়িত্ব পালন করেন দেশের প্রখ্যাত আলোকচিত্রী কুদরত-এ-খুদা।

আয়োজনের বিষয়ে ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মেহেদী বলেন, “আমরা জাতীয় পর্যায়ে সকল ফটোগ্রাফারের সৃজনশীল প্রতিভা তুলে ধরা, এছাড়া দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতি সবার কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। মানুষকে সারাজীবন কোন না কোন শিল্পের মধ্য দিয়ে যেতে হয়। মানুষের বেঁচে থাকাও একটা শিল্প। এই শিল্পের সাথে যখন পারিপার্শ্বিক অন্যান্য শিল্প জড়িত হয়, তখন মানুষের জীবন পরিপূর্ণ হয়ে উঠে।

এই পরিপূর্ণভা আনয়নে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফটোগ্রাফি চর্চায় বদ্ধ পরিকর, একই সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশব্যাণী প্রতিভাবান ছবিপ্রেমি মানুষদের কাছে এক আবেগের নাম। শিল্পচর্যার নিমিত্তে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব প্রতিবছর জাতীয় পর্যায়ে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। এ ধারাবাহিকতায় ‘বাংলা দর্পণ সিজন ৬” এর আয়োজন।

এ আয়োজনে ১৭০ জন ফটোগ্রাফারের ৫১০ এর অধিক ছবি জমা পরে৷ এর মধ্যে সেরা ৮০ টি ছবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রদর্শিত হয়। নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এক্সিবিশন করার স্বপ্ন নিয়ে এগোচ্ছে।”

প্রদর্শনীতে ঘুরতে আসা একজন শিক্ষার্থী বলেন, ” বাংলা দর্পন সিজন -৬ খুবই সুন্দর ছবি প্রদর্শন করা হয়েছে। এখানে জীবনমুখী ছবি থেকে শুরু করে প্রকৃতি,বন্ধত্ব, প্রাণী ও জীব বৈচিত্র্য সবকিছু ফুটে উঠেছে। প্রত্যেক বছর এমন একটা প্রদর্শনী হয়, যাতে আমরা যারা ছবিপ্রেমী আছি তারা দেখতে পারি।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন এম. সাইদ, দ্বিতীয় স্থান অধিকার করেন ওমর সাইদ অপু ও তৃতীয় স্থান অর্জন করেন বিধান চন্দ্র দাশ।