ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী Logo সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেন বিকৃত শিকার সেই তামান্না Logo ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হলেন টাকসুর সাবেক ভিপি এম এম আল মিনহাজ Logo ডাকসু নির্বাচন: বিপুল ভোটে জয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম Logo ডাকসু নির্বাচন বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা Logo ভাঙ্গায় অবরোধ ,ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ Logo দেখে দিন ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল Logo প্রচার-প্রচারণা শেষ, বৃহস্পতিবার জাকসু নির্বাচন Logo স্ত্রীসহ চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল Logo ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী সাদিক কায়েম

গাজীপুরে চলছে না দূরপাল্লার বাস

গাজীপুরে চলছে না দূরপাল্লার বাস

বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিন গাজীপুরে চলছে না দূরপাল্লার কোনো বাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের শিববাড়ি, রাজবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ আশপাশের এলাকা ঘুরে ঢিলেঢালা অবরোধ চলতে দেখা গেছে।

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ ছাড়া ভোরে সালনা এলাকাতেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দেন তারা। সোমবার দিবাগত রাতে একটি মিনি কভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সকালে সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। সকাল ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

তবে, রাজধানী ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ ছিল স্বাভাবিক। জয়দেবপুর রেলজংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, উত্তরাঞ্চল থেকে যথা সময়ে ট্রেন ছেড়ে এসেছে এবং গাজীপুর থেকে ঢাকার দিকে যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে।

বেসরকারি এক চাকরিজীবী বলেন, সকাল ৯টায় অফিস। অন্যান্য দিন ৮টার পর রওনা দিলেও সঠিক সময়ের অফিসে পৌঁছাতে পারি। আজ অবরোধ তাই একটু আগেই অফিসের উদ্দেশে রওনা দিয়েছি। সকালে রাস্তায় তুলনামূলক যানবাহন থাকায় অফিসে যেতে তেমন কোনো সমস্যা হবে না।

অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া কালিয়াকৈরের চন্দ্রা, শ্রীপুরের মাওনা ও গাজীপুর মহানগরীর টঙ্গীতেও সীমিত সংখ্যক যানবাহন চলাচলের খবর পাওয়া গেছে। পাশাপাশি সরকার দলীয় নেতারা তাদের কর্মীবাহিনী নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

গাজীপুরে চলছে না দূরপাল্লার বাস

আপডেট সময় ১২:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের প্রথম দিন গাজীপুরে চলছে না দূরপাল্লার কোনো বাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের শিববাড়ি, রাজবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ আশপাশের এলাকা ঘুরে ঢিলেঢালা অবরোধ চলতে দেখা গেছে।

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ ছাড়া ভোরে সালনা এলাকাতেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দেন তারা। সোমবার দিবাগত রাতে একটি মিনি কভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সকালে সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। সকাল ৯টা পর্যন্ত দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

তবে, রাজধানী ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ ছিল স্বাভাবিক। জয়দেবপুর রেলজংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, উত্তরাঞ্চল থেকে যথা সময়ে ট্রেন ছেড়ে এসেছে এবং গাজীপুর থেকে ঢাকার দিকে যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে।

বেসরকারি এক চাকরিজীবী বলেন, সকাল ৯টায় অফিস। অন্যান্য দিন ৮টার পর রওনা দিলেও সঠিক সময়ের অফিসে পৌঁছাতে পারি। আজ অবরোধ তাই একটু আগেই অফিসের উদ্দেশে রওনা দিয়েছি। সকালে রাস্তায় তুলনামূলক যানবাহন থাকায় অফিসে যেতে তেমন কোনো সমস্যা হবে না।

অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। এ ছাড়া কালিয়াকৈরের চন্দ্রা, শ্রীপুরের মাওনা ও গাজীপুর মহানগরীর টঙ্গীতেও সীমিত সংখ্যক যানবাহন চলাচলের খবর পাওয়া গেছে। পাশাপাশি সরকার দলীয় নেতারা তাদের কর্মীবাহিনী নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।