ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি আজ সোমবার সকালে গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার সময় মার্চুলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ১ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

আপডেট সময় ০২:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি আজ সোমবার সকালে গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার সময় মার্চুলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ১ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।