ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি আজ সোমবার সকালে গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার সময় মার্চুলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ১ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৬

আপডেট সময় ০২:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৫ সিটের যাত্রীবাহী বাসটি আজ সোমবার সকালে গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার সময় মার্চুলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান জোরদার করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আলমোড়া জেলার মার্চুলায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খুব দুঃখজনক সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার আরটিও কর্মকর্তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহত প্রত্যেকের জন্য ১ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।