ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

জাবিতে গাঁজা সেবনকালে কর্মচারীসহ ৩ জনকে আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সংলগ্ন শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকাল ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম হলেন জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসালম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

জাবিতে গাঁজা সেবনকালে কর্মচারীসহ ৩ জনকে আটক

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সংলগ্ন শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকাল ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম হলেন জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসালম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।