ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর Logo গণঅভ্যুত্থানে রিকশাচালক ইসমাইলের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫ Logo নারী টি–টোয়েন্টি বিশ্বকাপসহ টিভিতে যা দেখবেন আজ Logo আগাছা পরিষ্কার করতে আরেকবার যুদ্ধের প্রস্তুতি নিন: জামায়াত আমির Logo প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

জাবিতে গাঁজা সেবনকালে কর্মচারীসহ ৩ জনকে আটক

জাবিতে গাঁজা সেবনকালে কর্মচারীসহ ৩ জনকে আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সংলগ্ন শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকাল ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম হলেন জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসালম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির ভাবনায় শুধুই ভোট

জাবিতে গাঁজা সেবনকালে কর্মচারীসহ ৩ জনকে আটক

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সংলগ্ন শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকাল ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

জানা যায়, আটককৃত মো. আবু ইউসুফ শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয়। সজীব ইসলাম হলেন জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান এবং তার মা রেহানা বেগম শেখ হাসিনা হলের ক্লিনার এবং নাসিমুল হক বাবু মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসালম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।