ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারীরা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে: ড. শেখ ফরিদুল ইসলাম

বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এ জন্য নারীদের মূলধারায় আনতে হবে।

শনিবার (২ নভেম্বর)  বাগেরহাটের রামপালে বিএনপির উদ্যোগে সহস্রাধিক নারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। ড. ফরিদ তার বক্তব্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, সমাজের প্রতিটি নারী সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। তিনি নির্দেশ দিয়েছেন, নারীদের অগ্রযাত্রায় বিএনপি সবসময় পাশে থাকবে।

এসময়  মায়েরা যেন তাদের  সন্তানদের মাদক ও মোবাইল গেমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে সে ব্যাপারে  বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি । তিনি বলেন, আজকের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে শুধু পরিবারের উন্নয়ন নয়, সমগ্র দেশের অগ্রগতি নিশ্চিত হবে।
এছাড়াও নারীদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, লুৎফার রহমান মোড়ল, মো. কামাল হোসেন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান

নারীরা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে: ড. শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এ জন্য নারীদের মূলধারায় আনতে হবে।

শনিবার (২ নভেম্বর)  বাগেরহাটের রামপালে বিএনপির উদ্যোগে সহস্রাধিক নারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। ড. ফরিদ তার বক্তব্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, সমাজের প্রতিটি নারী সুশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। তিনি নির্দেশ দিয়েছেন, নারীদের অগ্রযাত্রায় বিএনপি সবসময় পাশে থাকবে।

এসময়  মায়েরা যেন তাদের  সন্তানদের মাদক ও মোবাইল গেমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে সে ব্যাপারে  বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি । তিনি বলেন, আজকের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে শুধু পরিবারের উন্নয়ন নয়, সমগ্র দেশের অগ্রগতি নিশ্চিত হবে।
এছাড়াও নারীদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, লুৎফার রহমান মোড়ল, মো. কামাল হোসেন, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।