ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টানা বৃষ্টি নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের Logo সুন্দরগঞ্জে সেতু আছে, নেই সংযোগ সড়ক,ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ Logo ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই জনের Logo জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র -ছাত্রশিবিরে হাড্ডাহাড্ডি লড়াই, জিএসে এগিয়ে শিবিরের মাজহার Logo লন্ডনে মাহফুজ আলমের আ. লীগের ওপর হামলার চেষ্টা Logo দলবাজি শিক্ষক ও শিক্ষাঙ্গনের নন্দিত অবস্থা: সাবেক ছাত্রের অভিজ্ঞতা Logo সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo চার দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল Logo আজ হবে উদ্বোধন বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা Logo আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ আটক

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে একদল মানুষ। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত দলটির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে বাসিন্দারা বলছেন।

খুলনা কোতোয়ালি থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেছেন, ‘হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসেন একদল মানুষ। তারা জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। ভাঙচুরকৃত মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন তারা। পরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যান। এসময় ‍পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় কিছু মানুষ। তারা দলটির অফিসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে দুটি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‌‘উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে। তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টি নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

আপডেট সময় ১০:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে একদল মানুষ। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত দলটির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে বাসিন্দারা বলছেন।

খুলনা কোতোয়ালি থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেছেন, ‘হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসেন একদল মানুষ। তারা জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। ভাঙচুরকৃত মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন তারা। পরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যান। এসময় ‍পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় কিছু মানুষ। তারা দলটির অফিসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে দুটি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‌‘উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে। তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’