ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 68

প্রতিকি ছবি

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহত আসাদুল ইসলাম আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬ টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে আসাদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পস্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকারীরা আটক হবে।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৭:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহত আসাদুল ইসলাম আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬ টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে আসাদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পস্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকারীরা আটক হবে।