ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে : মান্না

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 217

ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছেন না। দেশেও ফিরতে পারছেন না। যারা ক্ষমতায় যেতে চান, শেখ হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে বরে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা স্কুলমাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোসররা এখনও নানা ধরনের যড়যন্ত্র করে চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয় যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি বলেছেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত-কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধামুক্ত দেশের জন্য। আন্দোলনে আজ আমরা সফল হয়েছি।

বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা।

আরও বক্তব্য রাখেন, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে : মান্না

আপডেট সময় ০৯:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছেন না। দেশেও ফিরতে পারছেন না। যারা ক্ষমতায় যেতে চান, শেখ হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে বরে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা স্কুলমাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোসররা এখনও নানা ধরনের যড়যন্ত্র করে চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয় যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি বলেছেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত-কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধামুক্ত দেশের জন্য। আন্দোলনে আজ আমরা সফল হয়েছি।

বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা।

আরও বক্তব্য রাখেন, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার।