ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের ব্যাংকে বাড়ছে সাইবার আক্রমণ, সতর্কতার পরামর্শ Logo আন্দোলনে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য নিহতের খবরটি মিথ্যা Logo ভারতের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Logo আগুনে পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি Logo সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে Logo সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের Logo লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৪ থাই নাগরিকসহ নিহত ৭ Logo জাপাকে ব্ল্যাকমেইল করে ২০২৪ সালে নির্বাচনে এনেছিল হাসিনা সরকার : জিএম কাদের Logo ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯৫, লেবাননে ৪৫ Logo বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

আগুনে পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

আগুনে পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ শুক্রবার দলটির পক্ষ থেকে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

জি এম কাদের বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন উনারা, আমরা সেটা দেখতে চাই। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্র-জনতা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। আমাদের জোর করে অপরাধী করা হচ্ছে। কেন করা হচ্ছে, আমরা জানি না। সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনো সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশির ভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলব, আপনি তো আমাদের, দেশের অভিভাবক। আপনি আমাদের সমান চোখে দেখেন। আমরা সবাই আপনার সন্তান। দোষত্রুটি সবারই থাকে। দোষত্রুটি থাকলে সেভাবে বিচার-আচার করে শাস্তি দেন, আবার কোলে তুলে নেন।

জনপ্রিয় সংবাদ

দেশের ব্যাংকে বাড়ছে সাইবার আক্রমণ, সতর্কতার পরামর্শ

আগুনে পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

আপডেট সময় ০৬:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ শুক্রবার দলটির পক্ষ থেকে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

জি এম কাদের বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন উনারা, আমরা সেটা দেখতে চাই। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্র-জনতা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। আমাদের জোর করে অপরাধী করা হচ্ছে। কেন করা হচ্ছে, আমরা জানি না। সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনো সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশির ভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলব, আপনি তো আমাদের, দেশের অভিভাবক। আপনি আমাদের সমান চোখে দেখেন। আমরা সবাই আপনার সন্তান। দোষত্রুটি সবারই থাকে। দোষত্রুটি থাকলে সেভাবে বিচার-আচার করে শাস্তি দেন, আবার কোলে তুলে নেন।