দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার(১ নভেম্বর)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিন্ন দল-মত থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিচারের নামে কারও ওপর জুলুম চাই না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে জামায়াতের আমির বলেন, সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।