মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ঐ ব্যক্তির নাম মো. চাঁন মিয়া। শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)বগুড়ার অতিরিক্তি দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা. জালাল উদ্দিন এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, পেনাল কোডের ৩০২ ধারায় অপরাধ সংঘটনের দায়ে আসামী মো. চান মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান ও ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে চাঁন মিয়া তার স্ত্রী ফুলবানুকে গলায় গেঞ্জির ফাঁস দিয়ে হত্যা করে।
হত্যার পর ফুলবানুর পরনের শাড়ি দিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।
পরদিন সকালে ফুলবানুর বাবা আব্দুর রাজ্জাক মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর শুনানী শেষে বৃহস্পতিবার আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।