ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৩০ জুলাই ফেসবুকে‘প্রোফাইল লাল’করে প্রতিবাদ Logo তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়েছে: বন্যা আতঙ্কে স্থানীয়রা Logo দেশ থেকে পালিয়েছে হাসিনা—কারাগারে মিষ্টি বিক্রেতার মুখে খবর, বাঁধে উল্লাস – উদযাপন Logo বিচার বিভাগের পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের Logo নাটোরে জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে ৫ আগস্ট গণ মিছিল করবে জামায়াত Logo এবার মসজিদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ সমন্বয়ক আমানের বিরুদ্ধে Logo ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরই রাশিয়ায় আঘাতহানে সুনামি, ২ দেশে সতর্কতা Logo নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার নিয়ে তৃতীয় দফায় বৈঠক Logo সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

ঢাকা ভয়েসে সংবাদ প্রকাশের পর সব্বেজ টাওয়ার মালিকের মুচলেকা নিল পাবিপ্রবি প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার অভিযোগ পাওয়ায় সব্বেজ টাওয়ার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাবিপ্রবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্যালিকো কটন মিলের সামনে অবস্থিত সব্বেজ টাওয়ারে অনেকদিন ধরে ছাত্রীরা মেস মালিকের দৌরাত্ম্যের শিকার হয়ে আসছিলেন। এ নিয়ে কয়েকদফা অভিযোগ দিলেও ঠিকমত ব্যবস্থা নেয়নি পাবিপ্রবির সাবেক প্রশাসন। এতে করে গত ২২ অক্টোবর ঢাকা ভয়েসে “থামছে না সব্বেজ টাওয়ার মালিকের দৌরাত্ম্য:অসহায় শিক্ষার্থীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি তাৎক্ষণিক আমলে নেন পাবিপ্রবি প্রশাসন। পরদিন ই পাবিপ্রবি প্রক্টর,ছাত্র উপদেষ্টা এবং কয়েকজন শিক্ষিকা মিলে অভিযুক্ত সব্বেজ টাওয়ার পরিদর্শনে যান,এবং শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান। টাওয়ার মালিক অনুপস্থিত থাকায় তাকে পরদিন স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে কারন দর্শানোর নোটিশ দেন পাবিপ্রবি প্রশাসন।

পরদিন সব্বেজ টাওয়ার মালিক অভিযোগের সত্যতা আংশিক অস্বীকার করতে চাইলেও উপযুক্ত প্রমাণ থাকায় নিজের ভুল শিকার করেন এবং পরবর্তীতে তার মেস থেকে আর কোন শিক্ষার্থী হেনস্তার শিকার হবেনা এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুচলেকা প্রদান করেন এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

এ বিষয়ে সব্বেজ টাওয়ারের আবাসিক এক শিক্ষার্থী বলেন,”সংবাদ প্রকাশের পরপর ই এত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাবিপ্রবি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশাকরি প্রশাসনের এমন শক্ত অবস্থান থাকলে কোন মেসেই শিক্ষার্থীদের আর দৌরাত্ম্যের শিকার হতে হবেনা।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন,”আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময়ই সচেষ্ট। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের আচরণ মেনে নেওয়া হবে না। সব্বেজ টাওয়ারের কর্ণধার উনি আমাদেরকে কথা দিয়েছেন পরবর্তীতে ছাত্রীদের সাথে কোন অশোভন আচরণ করবেন না এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।আশা করি, এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা তাদের আবাসিক জীবনে নিরাপদ বোধ করবে।”

জনপ্রিয় সংবাদ

৩০ জুলাই ফেসবুকে‘প্রোফাইল লাল’করে প্রতিবাদ

ঢাকা ভয়েসে সংবাদ প্রকাশের পর সব্বেজ টাওয়ার মালিকের মুচলেকা নিল পাবিপ্রবি প্রশাসন

আপডেট সময় ০৮:৫০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার অভিযোগ পাওয়ায় সব্বেজ টাওয়ার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাবিপ্রবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ক্যালিকো কটন মিলের সামনে অবস্থিত সব্বেজ টাওয়ারে অনেকদিন ধরে ছাত্রীরা মেস মালিকের দৌরাত্ম্যের শিকার হয়ে আসছিলেন। এ নিয়ে কয়েকদফা অভিযোগ দিলেও ঠিকমত ব্যবস্থা নেয়নি পাবিপ্রবির সাবেক প্রশাসন। এতে করে গত ২২ অক্টোবর ঢাকা ভয়েসে “থামছে না সব্বেজ টাওয়ার মালিকের দৌরাত্ম্য:অসহায় শিক্ষার্থীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি তাৎক্ষণিক আমলে নেন পাবিপ্রবি প্রশাসন। পরদিন ই পাবিপ্রবি প্রক্টর,ছাত্র উপদেষ্টা এবং কয়েকজন শিক্ষিকা মিলে অভিযুক্ত সব্বেজ টাওয়ার পরিদর্শনে যান,এবং শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান। টাওয়ার মালিক অনুপস্থিত থাকায় তাকে পরদিন স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে কারন দর্শানোর নোটিশ দেন পাবিপ্রবি প্রশাসন।

পরদিন সব্বেজ টাওয়ার মালিক অভিযোগের সত্যতা আংশিক অস্বীকার করতে চাইলেও উপযুক্ত প্রমাণ থাকায় নিজের ভুল শিকার করেন এবং পরবর্তীতে তার মেস থেকে আর কোন শিক্ষার্থী হেনস্তার শিকার হবেনা এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুচলেকা প্রদান করেন এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

এ বিষয়ে সব্বেজ টাওয়ারের আবাসিক এক শিক্ষার্থী বলেন,”সংবাদ প্রকাশের পরপর ই এত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাবিপ্রবি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশাকরি প্রশাসনের এমন শক্ত অবস্থান থাকলে কোন মেসেই শিক্ষার্থীদের আর দৌরাত্ম্যের শিকার হতে হবেনা।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন,”আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময়ই সচেষ্ট। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের আচরণ মেনে নেওয়া হবে না। সব্বেজ টাওয়ারের কর্ণধার উনি আমাদেরকে কথা দিয়েছেন পরবর্তীতে ছাত্রীদের সাথে কোন অশোভন আচরণ করবেন না এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।আশা করি, এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীরা তাদের আবাসিক জীবনে নিরাপদ বোধ করবে।”