ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের Logo ডাকসুতে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের Logo ডাকসু নির্বাচন: ভোট প্রদানে প্রত্যেকে সময় পাবেন ৮ মিনিট Logo ছাত্রের মুখ চেপে ধরা ডিসি মাসুদের ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ডিএমপির Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

নোবিপ্রবিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হকের যোগদান

নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক কর্মস্থলে যোগদান করেছেন। আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

বুধবার সকালে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ২০২৪ নোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন।

ড. মোহাম্মদ রেজুয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের একজন অধ্যাপক। তিনি ২০০৬ সালের নভেম্বরে উক্ত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। জাপানের তোহুকু ইউনিভার্সিটির ডেভেলপমেন্টাল বায়োলজি এন্ড নিউরোসায়েন্স বিভাগ থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এর মলিকুলার এন্ড সেল বায়োলজি বিভাগে রিসার্চ অ্যাসিস্টেন্ট ও টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জর্নালে তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের

নোবিপ্রবিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হকের যোগদান

আপডেট সময় ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক কর্মস্থলে যোগদান করেছেন। আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

বুধবার সকালে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ২০২৪ নোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন।

ড. মোহাম্মদ রেজুয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের একজন অধ্যাপক। তিনি ২০০৬ সালের নভেম্বরে উক্ত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। জাপানের তোহুকু ইউনিভার্সিটির ডেভেলপমেন্টাল বায়োলজি এন্ড নিউরোসায়েন্স বিভাগ থেকে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস এর মলিকুলার এন্ড সেল বায়োলজি বিভাগে রিসার্চ অ্যাসিস্টেন্ট ও টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জর্নালে তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।