ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাস সংকটে দূর করতে রায়েন্দায় সর্বস্তরের মানববন্ধন

বাস সংকটে শরণখোলা-খুলনা রুট, জনদুর্ভোগের শেষ নেই।বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা, যশোর ও বেনাপোলগামী গণপরিবহন প্রায় তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘ এই ভোগান্তির প্রতিকার চেয়েছে স্থানীয়রা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী যাত্রীদের মতে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই শরণখোলার রায়েন্দা বাস স্ট্যান্ড থেকে খুলনা, যশোর এবং বেনাপোলগামী সাত-আটটি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় মালিক সমিতির কর্মকর্তাদের নির্দেশে। এতে শরণখোলা এবং মোরেলগঞ্জের হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহনীয় যাত্রাসংকটে পড়েছে। যদিও বিআরটিসির দুটি বাস এই দুই উপজেলার যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা চরম কষ্টে রয়েছেন। এম্বুলেন্সের খরচ বহন করতে অক্ষম এসব পরিবারের জন্য গণপরিবহনই ছিল একমাত্র ভরসা।

একটি নির্দিষ্ট মহল নিজেদের হীন স্বার্থে জনদুর্ভোগ বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে এ সিদ্ধান্তে উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। মানববন্ধন শেষে পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার। বক্তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন, “বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মালিক সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।” তবে মালিক সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কেউ ফোনে সাড়া দেননি।

বাস সংকটের কারণে শরণখোলার বিভিন্ন শ্রেণির জনগণের জীবনযাত্রায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূরীকরণে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মানববন্ধন থেকে পাওয়া প্রতিবাদের ভাষা জেলা প্রশাসনের কাছে পৌঁছানোর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের জন্য শরণখোলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসহ আজ টিভিতে যা দেখবেন

বাস সংকটে দূর করতে রায়েন্দায় সর্বস্তরের মানববন্ধন

আপডেট সময় ০৮:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

বাস সংকটে শরণখোলা-খুলনা রুট, জনদুর্ভোগের শেষ নেই।বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা, যশোর ও বেনাপোলগামী গণপরিবহন প্রায় তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘ এই ভোগান্তির প্রতিকার চেয়েছে স্থানীয়রা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী যাত্রীদের মতে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই শরণখোলার রায়েন্দা বাস স্ট্যান্ড থেকে খুলনা, যশোর এবং বেনাপোলগামী সাত-আটটি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় মালিক সমিতির কর্মকর্তাদের নির্দেশে। এতে শরণখোলা এবং মোরেলগঞ্জের হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহনীয় যাত্রাসংকটে পড়েছে। যদিও বিআরটিসির দুটি বাস এই দুই উপজেলার যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা চরম কষ্টে রয়েছেন। এম্বুলেন্সের খরচ বহন করতে অক্ষম এসব পরিবারের জন্য গণপরিবহনই ছিল একমাত্র ভরসা।

একটি নির্দিষ্ট মহল নিজেদের হীন স্বার্থে জনদুর্ভোগ বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে এ সিদ্ধান্তে উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। মানববন্ধন শেষে পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার। বক্তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন, “বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মালিক সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।” তবে মালিক সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কেউ ফোনে সাড়া দেননি।

বাস সংকটের কারণে শরণখোলার বিভিন্ন শ্রেণির জনগণের জীবনযাত্রায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূরীকরণে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মানববন্ধন থেকে পাওয়া প্রতিবাদের ভাষা জেলা প্রশাসনের কাছে পৌঁছানোর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের জন্য শরণখোলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।