ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নেপালকে কাঁদিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা Logo প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাক্ষাৎ Logo বেকার ছিলাম, দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাবো: আসিফ মাহমুদ Logo ৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ Logo হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি Logo জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামের ইতিহাস Logo ‘নির্বাচনে জয় পেলে ট্রাম্প আমেরিকানদের ওপর প্রতিশোধ নেবেন’ Logo সিলেটে পাথরবাহী ট্রাকে মিললো ১৮৪ বস্তা ভারতীয় চিনি Logo হিলি স্থলবন্দরে পেঁয়াজে পচন, কেজি ৩০-৪০ টাকা দরে বিক্রি! Logo কায়রোতে ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

হিলি স্থলবন্দরে পেঁয়াজে পচন, কেজি ৩০-৪০ টাকা দরে বিক্রি!

হিলি স্থলবন্দরে পেঁয়াজে পচন, কেজি ৩০-৪০ টাকা দরে বিক্রি!

টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমদানিকারকরা বলছেন, বাছাই করা কিছু পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বেশির ভাগেই ফেলে দিতে হচ্ছে।

আমদানীকারকদের অভিযোগ, ভারতীয় ট্রাক চালক ও সহকারীরা বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়ায় পেঁয়াজগুলো ভিজে গেছে। সেই কারণে পচন ধরছে। প্রায় ৭০০ বস্তা থেকে ১০০ বস্তা নিতে পেরেছেন, বাকিগুলো ফেলে দিতে হচ্ছে।

স্থলবন্দরটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহৎ এই স্থলবন্দরে প্রতিদিন কাঁচাপণ্য বিক্রি হয় কোটি কোটি টাকার। বন্দরটি দিয়ে বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনসহ আমদানি হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আমদানি হয় পেঁয়াজ।

সূত্রটির দাবি, প্রতিদিন ভারত থেকে গড়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বাজারে দাম কমছেনা। সোমবার হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকায়। অথচ হিলি বন্দরের গুদামে পচছে নিত্যপণ্যটি।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আট থেকে ১০ দিন সময় লাগে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে আমদানির পেঁয়াজ ভিজে যাওয়ার ফলে পচে নষ্ট হচ্ছে।

পেঁয়াজ বাছাই করা কয়েকজন নারী বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুদামে পেঁয়াজ বাছাইয়ের কাজ করি। এতে ২০০ থেকে ২২০ টাকা পাই, তা দিয়ে সংসার চলে।

ফারুক নামের এক পেঁয়াজের পাইকার বলেন, হিলি বাজারে এসেছি পেঁয়াজ কিনতে। কিন্তু প্রতিটি গুদামেই পচা পেঁয়াজ দেখা যাচ্ছে। তারপরও ৯ বস্তা নিলাম। প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা করে। ভালো পেঁয়াজগুলো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কিনলাম।

নেপালকে কাঁদিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

হিলি স্থলবন্দরে পেঁয়াজে পচন, কেজি ৩০-৪০ টাকা দরে বিক্রি!

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমদানিকারকরা বলছেন, বাছাই করা কিছু পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বেশির ভাগেই ফেলে দিতে হচ্ছে।

আমদানীকারকদের অভিযোগ, ভারতীয় ট্রাক চালক ও সহকারীরা বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়ায় পেঁয়াজগুলো ভিজে গেছে। সেই কারণে পচন ধরছে। প্রায় ৭০০ বস্তা থেকে ১০০ বস্তা নিতে পেরেছেন, বাকিগুলো ফেলে দিতে হচ্ছে।

স্থলবন্দরটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহৎ এই স্থলবন্দরে প্রতিদিন কাঁচাপণ্য বিক্রি হয় কোটি কোটি টাকার। বন্দরটি দিয়ে বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনসহ আমদানি হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আমদানি হয় পেঁয়াজ।

সূত্রটির দাবি, প্রতিদিন ভারত থেকে গড়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বাজারে দাম কমছেনা। সোমবার হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকায়। অথচ হিলি বন্দরের গুদামে পচছে নিত্যপণ্যটি।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আট থেকে ১০ দিন সময় লাগে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে আমদানির পেঁয়াজ ভিজে যাওয়ার ফলে পচে নষ্ট হচ্ছে।

পেঁয়াজ বাছাই করা কয়েকজন নারী বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুদামে পেঁয়াজ বাছাইয়ের কাজ করি। এতে ২০০ থেকে ২২০ টাকা পাই, তা দিয়ে সংসার চলে।

ফারুক নামের এক পেঁয়াজের পাইকার বলেন, হিলি বাজারে এসেছি পেঁয়াজ কিনতে। কিন্তু প্রতিটি গুদামেই পচা পেঁয়াজ দেখা যাচ্ছে। তারপরও ৯ বস্তা নিলাম। প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা করে। ভালো পেঁয়াজগুলো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কিনলাম।