ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের Logo ডাকসুতে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের Logo ডাকসু নির্বাচন: ভোট প্রদানে প্রত্যেকে সময় পাবেন ৮ মিনিট Logo ছাত্রের মুখ চেপে ধরা ডিসি মাসুদের ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ডিএমপির Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা

কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন চায় নোবিপ্রবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা

বাংলাদেশ জীব প্রযুক্তি কর্মক্ষেত্রে বৈষম্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদ জানান বক্তারা। কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজিস্টদের চাহিদা অনেক বেশি। বহির্বিশ্বে যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা তাই পাই না। যেসব ক্ষেত্রে আমাদের নিয়োগ পাওয়ার কথা সেখানে অন্যান্য বিভাগের লোকজন এসে দখল করছে।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবরার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখনো বৈষম্যের শিকার। আমাদের নিজ কর্মক্ষেত্রে আজ আমরা অবহেলিত। এর একটা প্রমাণ হলো এনআইবিতে মহাপরিচালক নিয়োগে ড. শাহেদুল ইসলাম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই একজন বায়োটেকনোলজিস্ট হয়েও তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতো হলো। যেখানে প্রতিনিয়ত বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার দেশে খুব কম সেখানে যা আছে তাতে আমাদের অধিকার নেই। সমাজবিজ্ঞান নিয়ে পড়ে একজন এনআইবির মতো জাতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছে অথচ যখন দেশের স্বনামধন্য একজন প্রফেসরকে নিয়োগ দেয়া হলো তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে বায়োটেকনোলজির ক্ষেত্রগুলো প্রসারিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থান এর সুযোগের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো।

মানববন্ধন এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের

কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন চায় নোবিপ্রবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জীব প্রযুক্তি কর্মক্ষেত্রে বৈষম্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদ জানান বক্তারা। কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজিস্টদের চাহিদা অনেক বেশি। বহির্বিশ্বে যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা তাই পাই না। যেসব ক্ষেত্রে আমাদের নিয়োগ পাওয়ার কথা সেখানে অন্যান্য বিভাগের লোকজন এসে দখল করছে।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবরার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখনো বৈষম্যের শিকার। আমাদের নিজ কর্মক্ষেত্রে আজ আমরা অবহেলিত। এর একটা প্রমাণ হলো এনআইবিতে মহাপরিচালক নিয়োগে ড. শাহেদুল ইসলাম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই একজন বায়োটেকনোলজিস্ট হয়েও তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতো হলো। যেখানে প্রতিনিয়ত বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার দেশে খুব কম সেখানে যা আছে তাতে আমাদের অধিকার নেই। সমাজবিজ্ঞান নিয়ে পড়ে একজন এনআইবির মতো জাতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছে অথচ যখন দেশের স্বনামধন্য একজন প্রফেসরকে নিয়োগ দেয়া হলো তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে বায়োটেকনোলজির ক্ষেত্রগুলো প্রসারিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থান এর সুযোগের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো।

মানববন্ধন এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।