ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন চায় নোবিপ্রবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা

বাংলাদেশ জীব প্রযুক্তি কর্মক্ষেত্রে বৈষম্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদ জানান বক্তারা। কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজিস্টদের চাহিদা অনেক বেশি। বহির্বিশ্বে যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা তাই পাই না। যেসব ক্ষেত্রে আমাদের নিয়োগ পাওয়ার কথা সেখানে অন্যান্য বিভাগের লোকজন এসে দখল করছে।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবরার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখনো বৈষম্যের শিকার। আমাদের নিজ কর্মক্ষেত্রে আজ আমরা অবহেলিত। এর একটা প্রমাণ হলো এনআইবিতে মহাপরিচালক নিয়োগে ড. শাহেদুল ইসলাম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই একজন বায়োটেকনোলজিস্ট হয়েও তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতো হলো। যেখানে প্রতিনিয়ত বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার দেশে খুব কম সেখানে যা আছে তাতে আমাদের অধিকার নেই। সমাজবিজ্ঞান নিয়ে পড়ে একজন এনআইবির মতো জাতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছে অথচ যখন দেশের স্বনামধন্য একজন প্রফেসরকে নিয়োগ দেয়া হলো তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে বায়োটেকনোলজির ক্ষেত্রগুলো প্রসারিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থান এর সুযোগের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো।

মানববন্ধন এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

কর্মক্ষেত্রে বৈষম্য নিরসন চায় নোবিপ্রবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জীব প্রযুক্তি কর্মক্ষেত্রে বৈষম্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি মহাপরিচালক নিয়োগে জটিলতার প্রতিবাদ জানান বক্তারা। কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে বায়োটেকনোলজিস্টদের চাহিদা অনেক বেশি। বহির্বিশ্বে যেভাবে সুযোগ সুবিধা পায় আমরা তাই পাই না। যেসব ক্ষেত্রে আমাদের নিয়োগ পাওয়ার কথা সেখানে অন্যান্য বিভাগের লোকজন এসে দখল করছে।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবরার বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা এখনো বৈষম্যের শিকার। আমাদের নিজ কর্মক্ষেত্রে আজ আমরা অবহেলিত। এর একটা প্রমাণ হলো এনআইবিতে মহাপরিচালক নিয়োগে ড. শাহেদুল ইসলাম স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই একজন বায়োটেকনোলজিস্ট হয়েও তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতো হলো। যেখানে প্রতিনিয়ত বায়োটেকনোলজি গ্র্যাজুয়েটদের চাকরির বাজার দেশে খুব কম সেখানে যা আছে তাতে আমাদের অধিকার নেই। সমাজবিজ্ঞান নিয়ে পড়ে একজন এনআইবির মতো জাতীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছে অথচ যখন দেশের স্বনামধন্য একজন প্রফেসরকে নিয়োগ দেয়া হলো তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে বায়োটেকনোলজির ক্ষেত্রগুলো প্রসারিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থান এর সুযোগের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো।

মানববন্ধন এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।