ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন Logo তারেক রহমানের কাছে সন্ত্রাসবাদ-চাঁদাবাজের ঠাই নেই: বিএনপি নেতা মধু Logo কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার Logo হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস Logo প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু Logo কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত Logo ডাকাতির চেষ্টায় গণপিটুনির শিকার সেই বিএনপি নেতা বহিষ্কার Logo জবির আইইআর-এ র‌্যাগিং, ১০ দিনেও উদ্যোগহীন পরিচালক; আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন : সিইসি Logo নাটোরে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

ববিতে “অস্থির জুনিয়র রম্য” বিতর্ক অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কতৃক ভিন্নধর্মী রম্য বিতর্ক অস্থির জুনিয়র বিতর্ক আয়োজিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্কের আয়োজন করা হয়।

এ সময় বিতার্কিক হিসাবে ছিলেন তৈলাক্ত জুনিয়র, আতেন জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়র।

ছ্যাকা খাওয়া জুনিয়র নাফিস আহমেদ তার চরিত্র বর্ণানায় খেয়েছেন একাধিক ছ্যাকা। তবে তিনি থেমে যাননি প্রতিবারই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নতুন রুপে। তার শিকারে বাদ যায়নি সিনিয়র আপুও।

রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস’র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।

জনপ্রিয় সংবাদ

আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন

ববিতে “অস্থির জুনিয়র রম্য” বিতর্ক অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কতৃক ভিন্নধর্মী রম্য বিতর্ক অস্থির জুনিয়র বিতর্ক আয়োজিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্কের আয়োজন করা হয়।

এ সময় বিতার্কিক হিসাবে ছিলেন তৈলাক্ত জুনিয়র, আতেন জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়র।

ছ্যাকা খাওয়া জুনিয়র নাফিস আহমেদ তার চরিত্র বর্ণানায় খেয়েছেন একাধিক ছ্যাকা। তবে তিনি থেমে যাননি প্রতিবারই প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নতুন রুপে। তার শিকারে বাদ যায়নি সিনিয়র আপুও।

রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস’র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন।

বিইউডিএস’র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস’র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।