ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে যা পেলো পুলিশ

  • লিমন হোসেন
  • আপডেট সময় ১০:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • 77

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটককরা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শিতা জানায়, তার বাসা থেকে তিন কোটিরও বেশি টাকা, ডলার ও ভারতীয় রুপিসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।

জুলাই আন্দোলনে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক এই কৃষিমন্ত্রীর বিরুদ্ধে। মৌলভীবাজার-৪ আসন থেকে ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি কৃষিমন্ত্রীর চেয়ারে বসেন।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে যা পেলো পুলিশ

আপডেট সময় ১০:০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটককরা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শিতা জানায়, তার বাসা থেকে তিন কোটিরও বেশি টাকা, ডলার ও ভারতীয় রুপিসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালাই। পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।

জুলাই আন্দোলনে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক এই কৃষিমন্ত্রীর বিরুদ্ধে। মৌলভীবাজার-৪ আসন থেকে ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি কৃষিমন্ত্রীর চেয়ারে বসেন।