ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • 164

সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাঁকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ নম্বর সেক্টরে আব্দুস শহীদের বাসায় এখনো অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আব্দুস শহীদকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ। তিনি ছাড়াও সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক

আপডেট সময় ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাঁকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ নম্বর সেক্টরে আব্দুস শহীদের বাসায় এখনো অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আব্দুস শহীদকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ। তিনি ছাড়াও সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।