বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ অক্টোবর) বিকেল ৩টায় শহরের দারুল ইসলাম একাডেমি অডিটোরিয়ামে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও স্পোর্টস সম্পাদক শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসাইন বলেন, ২৮শে অক্টোবরের শহীদদের প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের পথ চলতে হবে। ২৮ শে অক্টোবরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের রাজপথে প্রকাশ্য দিবালোকে ১৩ জন নেতাকর্মী কে নৃশংসভাবে হত্যা করে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি লাশের উপর নৃত্য করে বিশ্বের ইতিহাসে মানবতার সাথে চরম উপহাস করে পতিত স্বৈরাচার, এই ঘটনার মামলা হলে পতিত স্বৈরাচার ২০০৯ সালে ক্ষমতায় এসে সে মামলা প্রত্যাহার করে নেয়।
তিনি বলেন, অবিলম্বে সেই প্রত্যাহারকৃত মামলা পুনরুজ্জীবিত করে খুনি হাসিনাসহ হত্যার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।
পতিত স্বৈরাচার এর কোন দোসর যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সর্বস্তরের ছাত্রজনতা কে আহবান জানান।