ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে Logo ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের Logo আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব Logo অবশেষে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার দাবি Logo লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২ Logo “মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলন হত্যাকাণ্ড সহ ১৪ মামলার আসামী চাক্কু মিলন গ্রেফতার” Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ত্রীকে হত্যা পর মাটিচাপা দিলেন স্বামী,নিখোঁজ খবর প্রচার

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • 134

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় আইরিন আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আইরিন ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে প্রচার করেন স্বামী সেলিম মিয়া।

গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার উপজেলা সদরের দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি মেয়ে আছে।

প্রায় ৯ বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সঙ্গে আইরিনের বিয়ে হয়।

স্থানীয়রা বলেন, দুপুরে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়িসংলগ্ন নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাটিচাপা দেওয়া লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে ওই গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরপরই সেলিম পালিয়ে যান। যৌতুক ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে আইরিনকে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হত্যার পর বাড়িসংলগ্ন খালপাড়ে মাটিচাপা দেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আইরিনের মা ছায়েরা খাতুন জানায়, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম মুঠোফোনে কল দিয়ে জানায়, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর ওই দিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানায়, এ ঘটনায় শ্বশুর, শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে হত্যা মামলায় দেখা হয়।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

স্ত্রীকে হত্যা পর মাটিচাপা দিলেন স্বামী,নিখোঁজ খবর প্রচার

আপডেট সময় ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় আইরিন আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আইরিন ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে প্রচার করেন স্বামী সেলিম মিয়া।

গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত আইরিন আক্তার উপজেলা সদরের দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি মেয়ে আছে।

প্রায় ৯ বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সঙ্গে আইরিনের বিয়ে হয়।

স্থানীয়রা বলেন, দুপুরে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়িসংলগ্ন নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাটিচাপা দেওয়া লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে ওই গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরপরই সেলিম পালিয়ে যান। যৌতুক ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে আইরিনকে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে হত্যার পর বাড়িসংলগ্ন খালপাড়ে মাটিচাপা দেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আইরিনের মা ছায়েরা খাতুন জানায়, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম মুঠোফোনে কল দিয়ে জানায়, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর ওই দিন থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানায়, এ ঘটনায় শ্বশুর, শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে হত্যা মামলায় দেখা হয়।