পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে একটি কচ্ছপ অবমুক্ত করেছে একঝাঁক সচেতন শিক্ষার্থী।
রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে উৎসবমুখর পরিবেশে তারা এই কচ্ছপটিকে লেকে অবমুক্ত করেন।
কচ্ছপটি লেকে অবমুক্তর কারণ জানতে চাইলে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাদিম মোস্তফা ঢাকা ভয়েস২৪ কে জানান, আমরা গত ২৫ তারিখ রাতে বৃষ্টি হওয়াতে আমরা কয়েকজন পরিকল্পনা করেছিলাম খিচুড়ি খাবো। এজন্য একটি হাঁস কেনার জন্য বাজার করার উদ্দেশ্যে বাইরে বের হলে ক্যালিকোর ওখানে এই কচ্ছপটিকে রাস্তা পার হতে দেখি। তখন আমরা কচ্ছপটিকে সংরক্ষণে রাখি।
স্থাপত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুস শাকুর রিফাত জানান, আমরা বাজার থেকে ফেরার পথে আমাদের বাইকের সামনে এই কচ্ছপটিকে দেখতে পাই। প্রথমে সবাই ভেবেছিলাম কচ্ছপটি রান্না করবো। তারপর আবার ভাবলাম কচ্ছপটি আমাদের বিশ্ববিদ্যালয়ের লেকে ছেড়ে দিবো।