ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

ইরানে ইসরায়েলি হামলার স্যাটেলাইটের ছবি প্রকাশ, যা জানা গেল

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 181

ছবি: রয়টার্স

ইরানে শনিবার ভোর রাতে ইসরায়েলের চালানো বিমান হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট।এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব।পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক। খবর রয়টার্স

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেক জন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ।

এই দুই গবেষক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।

রয়টার্সও জুলাইয়ে তার এক প্রতিবেদনে জানায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলে আইলাম, খুজেস্তান এবং তেরানের আশেপাশে হামলা চালাতে খুবই উজ্জল ওয়ারডেহ ব্যবহার করেছে।

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইন ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রে কঠিন জ্বালানি মেশানো হয়।

সূত্র:খবর রয়টার্স

জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

ইরানে ইসরায়েলি হামলার স্যাটেলাইটের ছবি প্রকাশ, যা জানা গেল

আপডেট সময় ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

ইরানে শনিবার ভোর রাতে ইসরায়েলের চালানো বিমান হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট।এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব।পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক। খবর রয়টার্স

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেক জন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ।

এই দুই গবেষক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।

রয়টার্সও জুলাইয়ে তার এক প্রতিবেদনে জানায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলে আইলাম, খুজেস্তান এবং তেরানের আশেপাশে হামলা চালাতে খুবই উজ্জল ওয়ারডেহ ব্যবহার করেছে।

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইন ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রে কঠিন জ্বালানি মেশানো হয়।

সূত্র:খবর রয়টার্স