ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা'২৪ অনুষ্ঠিত

দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা’২৪ অনুষ্ঠিত

বেসরকারী সংস্থা দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরিক্ষা’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫শে অক্টোবর (শুক্রবার) সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত রাজধানীর মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে  স্কুল-মাদ্রাসার (৩য়-১০ম) শ্রেণীর ৭১৩৯ জন ছাত্র-ছাত্রী।

রাজধানী ব্যাপী যে ৫টি কেন্দ্রে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়, তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, এ.কে স্কুল এন্ড কলেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে প্রায় ৩৫০জন কক্ষ পরিদর্শক ও ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন স্ব-স্ব কেন্দ্র পরিচালক, সহকারী কেন্দ্র-পরিচালক সহ বিভাগীয় পরিচালকগণ।

আমন্ত্রিত মেহমান হিসেবে প্রত্যেক কেন্দ্র পরিদর্শন করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন এবং বর্তমান পরিচালক আলাউদ্দিন আবির, আরো উপস্থিত ছিলেন সাবেক পরিচালকবৃন্দ যথাক্রমে শাহিন আহমেদ খান, এ্যাড: রিয়াজ উদ্দিন, আহমেদ হোসেন রাসেল,নোমান শিকদার,আব্দুল কাইয়ুম মজুমদার, বর্তমান সদস্য সচিব হেলাল উদ্দিন, নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সাইফুল সহ ফোরামের অন্যান্য সদস্যগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর এ.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রায় ১৭৭৮ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক আবু জাফর রিমন জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কক্ষ-পরিদর্শক, স্বেচ্ছাসেবকরা যথেষ্ট আন্তরিকতার সাথে পরীক্ষা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়,  এখানে ১৪৬০ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক আনোয়ার হোসেন জানান, আমাদের বিভাগীয় পরিচালক, কক্ষ পরিদর্শক, সহকারী কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ৯টা থেকে পরিক্ষা শুরু হয়েছে,  কোনো সমস্যা পরিলক্ষিত হয় নি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিক্ষা সম্পন্ন হয়েছে।

ফোরামের পরিচালক আলাউদ্দিন আবির বলেন, রাজধানীর প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেনি পর্যন্ত সাত সহস্রাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বর্তমান চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন তার সংক্ষিপ্ত কথায় বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে স্কলারসের অবদান এবং ধারাবাহিক সাফলতার কথা তুলে ধরেন। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। আগামীদিনে সবাইকে স্কলারসের সাথে থাকার জন্য আহবান জানান।

উল্লেখ্য, দ্যা স্কলারস ফোরাম ঢাকা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা

দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা'২৪ অনুষ্ঠিত

দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরিক্ষা’২৪ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

বেসরকারী সংস্থা দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরিক্ষা’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫শে অক্টোবর (শুক্রবার) সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত রাজধানীর মোট ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে  স্কুল-মাদ্রাসার (৩য়-১০ম) শ্রেণীর ৭১৩৯ জন ছাত্র-ছাত্রী।

রাজধানী ব্যাপী যে ৫টি কেন্দ্রে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়, তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, এ.কে স্কুল এন্ড কলেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে প্রায় ৩৫০জন কক্ষ পরিদর্শক ও ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন স্ব-স্ব কেন্দ্র পরিচালক, সহকারী কেন্দ্র-পরিচালক সহ বিভাগীয় পরিচালকগণ।

আমন্ত্রিত মেহমান হিসেবে প্রত্যেক কেন্দ্র পরিদর্শন করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন এবং বর্তমান পরিচালক আলাউদ্দিন আবির, আরো উপস্থিত ছিলেন সাবেক পরিচালকবৃন্দ যথাক্রমে শাহিন আহমেদ খান, এ্যাড: রিয়াজ উদ্দিন, আহমেদ হোসেন রাসেল,নোমান শিকদার,আব্দুল কাইয়ুম মজুমদার, বর্তমান সদস্য সচিব হেলাল উদ্দিন, নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সাইফুল সহ ফোরামের অন্যান্য সদস্যগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর এ.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রায় ১৭৭৮ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক আবু জাফর রিমন জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কক্ষ-পরিদর্শক, স্বেচ্ছাসেবকরা যথেষ্ট আন্তরিকতার সাথে পরীক্ষা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়,  এখানে ১৪৬০ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক আনোয়ার হোসেন জানান, আমাদের বিভাগীয় পরিচালক, কক্ষ পরিদর্শক, সহকারী কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ৯টা থেকে পরিক্ষা শুরু হয়েছে,  কোনো সমস্যা পরিলক্ষিত হয় নি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিক্ষা সম্পন্ন হয়েছে।

ফোরামের পরিচালক আলাউদ্দিন আবির বলেন, রাজধানীর প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেনি পর্যন্ত সাত সহস্রাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বর্তমান চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন তার সংক্ষিপ্ত কথায় বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে স্কলারসের অবদান এবং ধারাবাহিক সাফলতার কথা তুলে ধরেন। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। আগামীদিনে সবাইকে স্কলারসের সাথে থাকার জন্য আহবান জানান।

উল্লেখ্য, দ্যা স্কলারস ফোরাম ঢাকা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।