ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ Logo মহাখালীতে অটোরিকশা চালকদের ধাওয়া সেনাবাহিনীর Logo শাহজাহান ওমরের গাড়িতে হামলা, মামলা করতে গিয়ে গ্রেফতার Logo বিএনপি ছেড়ে আ.লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের বাড়িতে হামলা Logo ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হলেন টবি ক্যাডম্যান Logo আজ সশস্ত্র বাহিনী দিবস,শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo ট্রাইব্যুনাল পরিদর্শনে  করলেন দুই উপদেষ্টা Logo গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত Logo শাজাহানপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আর্জেন্টিনা–ইতালিসহ আজ টিভিতে যা দেখবেন

নাটোরে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে আহত ২০

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়েরপন্থিদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়কে অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ

নাটোরে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় ০৪:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের সাদ ও জুবায়েরপন্থিদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়কে অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকাজুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।