ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ভারতে ৩৭ বাংলাদেশি আটক

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 254

বিভিন্ন অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ৩৭ জন বাংলাদেশিকেআটক করেছে ভারতের পুলিশ।

বুধবার (২৩ অক্টেবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেন।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বলা হয়েছে, বুধবার রাজস্থানের ভাখরোতা এলাকা থেকে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগের রাজস্থান পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বয়স কম হওয়ায় তাদের শিশু হোমে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে , সোমবার পুনে জেলার রঞ্জনগাঁও এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, চারজন নারী এবং তৃতীয় লিঙ্গের দুজজন রয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জনগাঁও এমআইডিসি-র কারেগাঁও এলাকায় নির্মাণ স্থাপনায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইন্ডিয়া প্রতিবেদন বলা হয়েছে, বুধবার ত্রিপুরার গোমতি জেলার উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশিদের সহায়তা করার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালে আমরা চার বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছি। ওড়িশার বাসিন্দা খোকন দেবনাথ নামের ওই দালাল বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করেছেন। আমরা তাদের উদয়পুর রেলওয়ে স্টেশনে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৭ হাজার ১৮৬ টাকা ও ভারতীয় ৪৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ভারতে ৩৭ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বিভিন্ন অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ৩৭ জন বাংলাদেশিকেআটক করেছে ভারতের পুলিশ।

বুধবার (২৩ অক্টেবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেন।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বলা হয়েছে, বুধবার রাজস্থানের ভাখরোতা এলাকা থেকে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগের রাজস্থান পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বয়স কম হওয়ায় তাদের শিশু হোমে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে , সোমবার পুনে জেলার রঞ্জনগাঁও এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, চারজন নারী এবং তৃতীয় লিঙ্গের দুজজন রয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জনগাঁও এমআইডিসি-র কারেগাঁও এলাকায় নির্মাণ স্থাপনায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইন্ডিয়া প্রতিবেদন বলা হয়েছে, বুধবার ত্রিপুরার গোমতি জেলার উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশিদের সহায়তা করার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালে আমরা চার বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছি। ওড়িশার বাসিন্দা খোকন দেবনাথ নামের ওই দালাল বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করেছেন। আমরা তাদের উদয়পুর রেলওয়ে স্টেশনে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৭ হাজার ১৮৬ টাকা ও ভারতীয় ৪৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।