ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ হলের ফল প্রকাশ: আবিদের চেয়ে আড়াইগুণ এগিয়ে সাদিক Logo ডাকসু নির্বাচন: ৫ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম Logo জিয়াউর রহমান হলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির প্যানেল Logo বিজয়ী হলেও শ্লোগান-মিছিল নয়, নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ জামায়াতের Logo সুফিয়া কামাল হলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির প্যানেল Logo ডাকসু নির্বাচন: অমর একুশে হলেও ভোটে এগিয়ে সাদিক কায়েম Logo ডাকসু নির্বাচন: কার্জন হলে ভোটে এগিয়ে সাদিক কায়েম Logo ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা Logo শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা ছাত্রদলের Logo টেবিল চাপড়িয়ে ক্ষমতা ও ‘মাসল পাওয়ার’ দেখানোর রাজনীতি আর চলবে না

ভারতে ৩৭ বাংলাদেশি আটক

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 235

বিভিন্ন অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ৩৭ জন বাংলাদেশিকেআটক করেছে ভারতের পুলিশ।

বুধবার (২৩ অক্টেবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেন।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বলা হয়েছে, বুধবার রাজস্থানের ভাখরোতা এলাকা থেকে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগের রাজস্থান পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বয়স কম হওয়ায় তাদের শিশু হোমে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে , সোমবার পুনে জেলার রঞ্জনগাঁও এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, চারজন নারী এবং তৃতীয় লিঙ্গের দুজজন রয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জনগাঁও এমআইডিসি-র কারেগাঁও এলাকায় নির্মাণ স্থাপনায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইন্ডিয়া প্রতিবেদন বলা হয়েছে, বুধবার ত্রিপুরার গোমতি জেলার উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশিদের সহায়তা করার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালে আমরা চার বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছি। ওড়িশার বাসিন্দা খোকন দেবনাথ নামের ওই দালাল বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করেছেন। আমরা তাদের উদয়পুর রেলওয়ে স্টেশনে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৭ হাজার ১৮৬ টাকা ও ভারতীয় ৪৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১২ হলের ফল প্রকাশ: আবিদের চেয়ে আড়াইগুণ এগিয়ে সাদিক

ভারতে ৩৭ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বিভিন্ন অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে ৩৭ জন বাংলাদেশিকেআটক করেছে ভারতের পুলিশ।

বুধবার (২৩ অক্টেবার) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেন।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বলা হয়েছে, বুধবার রাজস্থানের ভাখরোতা এলাকা থেকে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগের রাজস্থান পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বয়স কম হওয়ায় তাদের শিশু হোমে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে , সোমবার পুনে জেলার রঞ্জনগাঁও এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, চারজন নারী এবং তৃতীয় লিঙ্গের দুজজন রয়েছেন। তাদের বেশিরভাগই রঞ্জনগাঁও এমআইডিসি-র কারেগাঁও এলাকায় নির্মাণ স্থাপনায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইন্ডিয়া প্রতিবেদন বলা হয়েছে, বুধবার ত্রিপুরার গোমতি জেলার উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশিদের সহায়তা করার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালে আমরা চার বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছি। ওড়িশার বাসিন্দা খোকন দেবনাথ নামের ওই দালাল বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করেছেন। আমরা তাদের উদয়পুর রেলওয়ে স্টেশনে আটক করেছি। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৭ হাজার ১৮৬ টাকা ও ভারতীয় ৪৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।