ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লেবানন থেকে ফিরলেন আরও ৯৬ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ৯৬ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন ৯৬ বাংলাদেশি।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের মধ্যে এসভি ৮১০ ফ্লাইটে ৬৫ জন এবং এসভি ৮০২ ফ্লাইটে ৩১ জন ঢাকায় আসেন। তাদেরকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৫০ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরানো হয়েছে।

লেবাননফেরত এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি ও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে লেবাননফেরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান। তিনি লেবাননে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে শোনেন ও বাংলাদেশিদের খোঁজ-খবর নেন। লেবাননে এখনো কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত

লেবানন থেকে ফিরলেন আরও ৯৬ বাংলাদেশি

আপডেট সময় ১০:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন ৯৬ বাংলাদেশি।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের মধ্যে এসভি ৮১০ ফ্লাইটে ৬৫ জন এবং এসভি ৮০২ ফ্লাইটে ৩১ জন ঢাকায় আসেন। তাদেরকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৫০ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরানো হয়েছে।

লেবাননফেরত এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি ও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে লেবাননফেরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান। তিনি লেবাননে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে শোনেন ও বাংলাদেশিদের খোঁজ-খবর নেন। লেবাননে এখনো কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।