রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদে থাকবেন কি না সেটা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ না চাইলে রাষ্ট্রপতি থাকবে না।
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই উপদেষ্টা।
উপদেষ্টা নাহিদ বলেন, ‘৫ আগস্টের পর বিদ্যমান সেটাপে রাষ্ট্রপতিকে রেখে সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত আসবে। জনগণ না চাইলে থাকবে না রাষ্ট্রপতি।’
সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ বলেন, ‘আমরা স্থিতিশীলতার দিকে গুরুত্ব দিচ্ছি। শান্ত থাকুন। সরকার সিদ্ধান্ত নিচ্ছে। অরাজক পরিস্থিতি যেন না হয়। বঙ্গভবনের সামনে বিক্ষোভের দরকার নেই।’
পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করছে বলেও দাবি করেন নাহিদ। বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন।’