ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

বগুড়ায় ভূমিদস্যুর কবল থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • 128

বগুড়ার শেরপুরে ভূমিদস্যুর কবল থেকে নিজের ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল-মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি ওই কর্মসূচি চলাকালে ভুক্তভোগী কৃষক লুৎফর রহমান, বোরহান উদ্দিন, ইয়াসিন আলী শেখ, জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, শহরের রণবীরবালা ঘাটপার এলাকার ভুমিদস্যু খ্যাত ফিরোজ আলী মির্জাপুর গ্রামের বেশকিছু কৃষকের জমি লিজ নিয়ে ইটভাটা গড়ে তোলেন। এভাবে প্রতি বছর লিজের টাকা পরিশোধ করা সাপেক্ষে জমিগুলো ব্যবহার করে আসছিলেন। এভাবে পনের থেকে বিশ বছর ওই ইটভাটা চালাচ্ছিলেন তিনি।কিন্তু এবছর লিজের টাকা না নিয়ে জমি ফেরত চান মালিকরা। মূলত এরপরই ফিরোজের থরের বিড়াল বেড়িয়ে পড়তে শুরু করে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি লিজ নিয়ে এখন জোরপূর্বক মালিকানা ও দখলের পাঁয়তারা চালাচ্ছেন ভুমিদস্যু ফিরোজ আলী। তাই একাধিকবার জমি ছেড়ে দিতে বলা হলেও কোনো কর্ণপাত করছেন না তিনি।

কৃষক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, তিনিসহ পনের জন কৃষকের তিন একর আঠাশ শতক জমি এবার ইট-ভাটায় লিজ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইসঙ্গে জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে তাকে। কিন্তু জোরপূর্বক দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ভূমিদস্যু ফিরোজ আলী ও তার ভাড়াটে লোকজন। এমনকি বিগত ০৫ সেপ্টেম্বর জমির প্রকত মালিক কৃষকরা তাদের জমির দখল চাইলে তাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। মানববন্ধনে ওই ভূমিদস্যুর কবল থেকে নিজের ভিটে-মাটি রক্ষায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি। তবে এসব বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত ফিরোজ আলী নিজেকে নির্দোষ দাবি করেন। সেইসঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

বগুড়ায় ভূমিদস্যুর কবল থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বগুড়ার শেরপুরে ভূমিদস্যুর কবল থেকে নিজের ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল-মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি ওই কর্মসূচি চলাকালে ভুক্তভোগী কৃষক লুৎফর রহমান, বোরহান উদ্দিন, ইয়াসিন আলী শেখ, জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, শহরের রণবীরবালা ঘাটপার এলাকার ভুমিদস্যু খ্যাত ফিরোজ আলী মির্জাপুর গ্রামের বেশকিছু কৃষকের জমি লিজ নিয়ে ইটভাটা গড়ে তোলেন। এভাবে প্রতি বছর লিজের টাকা পরিশোধ করা সাপেক্ষে জমিগুলো ব্যবহার করে আসছিলেন। এভাবে পনের থেকে বিশ বছর ওই ইটভাটা চালাচ্ছিলেন তিনি।কিন্তু এবছর লিজের টাকা না নিয়ে জমি ফেরত চান মালিকরা। মূলত এরপরই ফিরোজের থরের বিড়াল বেড়িয়ে পড়তে শুরু করে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি লিজ নিয়ে এখন জোরপূর্বক মালিকানা ও দখলের পাঁয়তারা চালাচ্ছেন ভুমিদস্যু ফিরোজ আলী। তাই একাধিকবার জমি ছেড়ে দিতে বলা হলেও কোনো কর্ণপাত করছেন না তিনি।

কৃষক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, তিনিসহ পনের জন কৃষকের তিন একর আঠাশ শতক জমি এবার ইট-ভাটায় লিজ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইসঙ্গে জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে তাকে। কিন্তু জোরপূর্বক দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ভূমিদস্যু ফিরোজ আলী ও তার ভাড়াটে লোকজন। এমনকি বিগত ০৫ সেপ্টেম্বর জমির প্রকত মালিক কৃষকরা তাদের জমির দখল চাইলে তাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন। মানববন্ধনে ওই ভূমিদস্যুর কবল থেকে নিজের ভিটে-মাটি রক্ষায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি। তবে এসব বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত ফিরোজ আলী নিজেকে নির্দোষ দাবি করেন। সেইসঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।