ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ, আশাবাদী শোয়েব মালিক Logo চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস Logo বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: দুলু Logo জাকসু: অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, সরে দাঁড়ালেন জাকসু নির্বাচন কমিশনার Logo অবশেষে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, রাতেই শপথ Logo চাঁদা না দেওয়ায় ইমামকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ Logo ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।

৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?

এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।

তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।

টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।

৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?

এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।

তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।

টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’