ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক Logo পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি শিক্ষার্থীকে খুন

২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।

৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?

এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।

তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।

টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’

জনপ্রিয় সংবাদ

সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা

২০০ রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দিন শেষে এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ওপেনার সাদমান এবারও (১) চরম ব্যর্থ। একই অবস্থা মুমিনুল হক (৪) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও (২৩)। এ টেস্টে আবার দলে ফেরা মাহমুদুল হাসান জয় বারকয়েক আউটের হাত থেকে বেঁচে ৩৮ রানে ক্রিজে। আর অভিজ্ঞ মুশফিক ৩১ নটআউট।

৪ রানে ২ উইকেট হারানোর পর ৫৯ রানে তৃতীয় উইকেট খোয়া যাওয়ার পর ৪২ রানের জুটি। যার ৩১ রানই মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবলের কাছ থেকে একটা বড় ইনিংসের আশায় বুক বেঁধে আছেন ভক্তরা। মুশফিক কী করবেন? এই জুটি আর কতদূর যাবে?

এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকরা কে কেমন খেলবেন? সব মিলে বাংলাদেশইবা কত তুলতে পারবে স্কোরবোর্ডে? এসব কৌতুহলী প্রশ্ন ভক্তদের মনে।

তবে টাইগার পেসার হাসান মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, বাংলাদেশ দল এখনো রণে ভঙ্গ দেয়নি। তাদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০০ রানের টার্গেট দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? তরুণ টাইগার পেসার হাসান মাহমুদের ছোট্ট জবাব, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

পাল্টা প্রশ্ন উঠলো, ২০০ রানে লিড নেওয়ার অর্থ দ্বিতীয় ইনিংসে ৪০০-এর ওপর রান করা। বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? হাসান মাহমুদ আশাবাদী, ‘আমরা যদি আগামীকাল অন্তত ৩ সেশন ব্যাট করতে পারি, তাহলে সম্ভব।’

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া দল কি তা পারবে? হাসান মাহমুদ দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকের দিকে তাকিয়ে।

টাইগার পেসার বলেন, ‘জয় আর মুশি ভাই অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারার। পরের ব্যাটারদেরও একই মনোভাব নিয়ে ব্যাট করা উচিত। তাদেরও মাথায় রাখা দরকার যে, আমরা যেন বড় জুটি করতে পারি।’