ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগের বিক্ষোভ

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগের বিক্ষোভ

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে জয়বাংলা স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মীদের এমনভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ দিন পরিবহন শ্রমিক মো. খোকন হত্যা মামলায় শুনানির জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের ১০০-১৫০ জন নেতাকর্মী সমবেত হয়। শুনানি শেষে কারাগারে নেওয়ার সময় নেতাকর্মীরা একরামুলের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে।

ওই সময় নেতাকর্মীরা ‘একরাম ভাই ভয় নাই, রাজ পথে ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব লও লও লও সালাম’ বলে স্লোগান দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘আমাদের আইনজীবী ফোরামের বিষয়টি নজরে রাখা উচিত ছিল। তারা ভুল করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক আদালত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। একরামের রিমান্ডের আবেদনের বিষয়টি আমাদের জানানো হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তখন আমি স্কটে সামনে ছিলাম। পিছনে কী হয়েছে বলতে পারছি না।

সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১ নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন আওয়ামী লীগ নেতা একরামুলকে পরিবহন শ্রমিক মো. খোকন নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই সময় আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ সেপ্টেম্বর নিহত শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে জয়বাংলা স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ নেতাকর্মীদের এমনভাবে ফিরে আসায় জেলা জুড়ে বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ দিন পরিবহন শ্রমিক মো. খোকন হত্যা মামলায় শুনানির জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের ১০০-১৫০ জন নেতাকর্মী সমবেত হয়। শুনানি শেষে কারাগারে নেওয়ার সময় নেতাকর্মীরা একরামুলের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে।

ওই সময় নেতাকর্মীরা ‘একরাম ভাই ভয় নাই, রাজ পথে ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই’, ‘জাতির পিতা শেখ মুজিব লও লও লও সালাম’ বলে স্লোগান দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘আমাদের আইনজীবী ফোরামের বিষয়টি নজরে রাখা উচিত ছিল। তারা ভুল করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক আদালত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। একরামের রিমান্ডের আবেদনের বিষয়টি আমাদের জানানো হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তখন আমি স্কটে সামনে ছিলাম। পিছনে কী হয়েছে বলতে পারছি না।

সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১ নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন আওয়ামী লীগ নেতা একরামুলকে পরিবহন শ্রমিক মো. খোকন নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

একরামুলকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) ১নং আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই সময় আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ সেপ্টেম্বর নিহত শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি করেন।