ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মাত্র ১১ মিনিটে মেসির হ্যাটট্রিকে ইতিহাস গড়ল মায়ামি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি, আবার ঠিক চারদিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন এ সর্বকালের সেরা এই তারকা, এর সুফল পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার দিনে মেসি-লুইস সুয়ারেজরা প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোল্যুশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে।

আজ (রোববার) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে মেন ইন পিঙ্কদের হয়ে মেসি হ্যাটট্রিক এবং সাবেক উরুগুইয়ান তারকা সুয়ারেজ দুটি গোল করেছেন। নিজের সর্বশেষ হ্যাটট্রিকে মেসির আর্জেন্টিনা ৬-০ গোলে হারায় বলিভিয়াকে। কাকতালীয়ভাবে তার আরেকটি হ্যাটট্রিকের দিনে মায়ামিও ৬-২ গোলে জয় পেয়েছে।

আর এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪, যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল এই ম্যাচের প্রতিপক্ষ রেভোল্যুশনের। তাদের ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি-সুয়ারেজরা।যদিও ম্যাচের শুরুতে দাপট ছিল নিউ ইংল্যান্ডের। দ্বিগুণ লিড নিয়ে তারা একপ্রকার স্বাগতিক মায়ামিকে চেপে ধরেছিল। যার শুরুটা হয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই, সফরকারীদের আর্জেন্টাইন উইঙ্গার লুকা লাঙ্গোনির পা থেকে আসে প্রথম লিড। এরপর ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিলান বোরেরো। মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের খুব কাছ থেকে নেওয়া শটে তিনি ব্যর্থ করেছেন।

এরপর অবশ্য সফরকারীদের স্বস্তিতে থাকতে দেননি সুয়ারেজ। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বিরতির আগেই তিনি মায়ামিকে সমতায় ফেরান। ৪০ ও ৪৩ মিনিটে দুই গোল করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ফলে বিরতির আগে স্বস্তি ফেরে মায়ামি শিবিরে। এরপর ৫৮তম মিনিটে তাদের লিড এনে দেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। ৩-২ গোলে এগিয়ে থাকা মায়ামি তাদের প্রধান তারকা মেসিকে মাঠে নামায় ৫৫তম মিনিটে। অর্থাৎ তখনও আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিক দেখানো বাকি। যে অপেক্ষা তিনি পূর্ণ করলেন ষোলোকলায়।
মায়ামির শেষ তিন গোলই আসে অধিনায়কের পা থেকে। ৭৮, ৮১ ও ৮৯ মিনিটের লাগাতার ঝড়ে মেসি প্রতিপক্ষকে রীতিমতো এলোমেলো করে দেন। প্রথম গোলটি করেন ডি বক্সের বাইরে থেকে নেওয়া কোণাকুণি শটে। এরপর বক্সে ঢুকে গোলরক্ষকের পা গলে এবং শেষটা সুয়ারেজের দারুণ ক্রসকে ডান পায়ের এক স্পর্শে ফিনিশিং দেন মেসি। আর তাতেই ৬-২ গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মাত্র ১১ মিনিটে মেসির হ্যাটট্রিকে ইতিহাস গড়ল মায়ামি

আপডেট সময় ০৮:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি, আবার ঠিক চারদিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন এ সর্বকালের সেরা এই তারকা, এর সুফল পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার দিনে মেসি-লুইস সুয়ারেজরা প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোল্যুশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে।

আজ (রোববার) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে মেন ইন পিঙ্কদের হয়ে মেসি হ্যাটট্রিক এবং সাবেক উরুগুইয়ান তারকা সুয়ারেজ দুটি গোল করেছেন। নিজের সর্বশেষ হ্যাটট্রিকে মেসির আর্জেন্টিনা ৬-০ গোলে হারায় বলিভিয়াকে। কাকতালীয়ভাবে তার আরেকটি হ্যাটট্রিকের দিনে মায়ামিও ৬-২ গোলে জয় পেয়েছে।

আর এই জয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৪, যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল এই ম্যাচের প্রতিপক্ষ রেভোল্যুশনের। তাদের ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি-সুয়ারেজরা।যদিও ম্যাচের শুরুতে দাপট ছিল নিউ ইংল্যান্ডের। দ্বিগুণ লিড নিয়ে তারা একপ্রকার স্বাগতিক মায়ামিকে চেপে ধরেছিল। যার শুরুটা হয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই, সফরকারীদের আর্জেন্টাইন উইঙ্গার লুকা লাঙ্গোনির পা থেকে আসে প্রথম লিড। এরপর ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিলান বোরেরো। মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের খুব কাছ থেকে নেওয়া শটে তিনি ব্যর্থ করেছেন।

এরপর অবশ্য সফরকারীদের স্বস্তিতে থাকতে দেননি সুয়ারেজ। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বিরতির আগেই তিনি মায়ামিকে সমতায় ফেরান। ৪০ ও ৪৩ মিনিটে দুই গোল করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ফলে বিরতির আগে স্বস্তি ফেরে মায়ামি শিবিরে। এরপর ৫৮তম মিনিটে তাদের লিড এনে দেন বেঞ্জামিন ক্রেমাশ্চি। ৩-২ গোলে এগিয়ে থাকা মায়ামি তাদের প্রধান তারকা মেসিকে মাঠে নামায় ৫৫তম মিনিটে। অর্থাৎ তখনও আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিক দেখানো বাকি। যে অপেক্ষা তিনি পূর্ণ করলেন ষোলোকলায়।
মায়ামির শেষ তিন গোলই আসে অধিনায়কের পা থেকে। ৭৮, ৮১ ও ৮৯ মিনিটের লাগাতার ঝড়ে মেসি প্রতিপক্ষকে রীতিমতো এলোমেলো করে দেন। প্রথম গোলটি করেন ডি বক্সের বাইরে থেকে নেওয়া কোণাকুণি শটে। এরপর বক্সে ঢুকে গোলরক্ষকের পা গলে এবং শেষটা সুয়ারেজের দারুণ ক্রসকে ডান পায়ের এক স্পর্শে ফিনিশিং দেন মেসি। আর তাতেই ৬-২ গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির।