ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আফগানিস্তানে ভূমিকম্পে ৬২২ জন নিহত, আহত দেড় হাজারের বেশি Logo বন্যার ধকল সামলানোর আগেই ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান Logo তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি: মির্জা ফখরুল Logo থমথমে পরিবেশ চবি এলাকার, চলছে ১৪৪ ধারা Logo আজ ইশতেহার ঘোষণা করবে ছাত্রশিবিরের সমর্থিত প্যানেল Logo মনিরুল সিন্ডিকেটের হিসাবে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ! Logo হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে বাকৃবি’তে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ Logo কিশোরগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী Logo অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ Logo চবিতে সংঘর্ষ নিয়ে প্রায় ৪ ঘণ্টার বৈঠকে যে সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন

শোরুম থেকে ট্রায়ালের কথা বলে বাইক নিয়ে উধাও হয়ে গেলেন যুবক

সাভারের আশুলিয়ায় একটি শো-রুম থেকে দরদাম করে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চলে গেছে এক যুবক। এ ঘটনায় সঙ্গে আসা দুজনকে আটক করা হলেও পরবর্তীতে মোটরসাইকেলের মূল্য পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর মধ্যপাড়া এলাকার ভাই ভাই মোটরস নামক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুম মালিক মো. হেলাল জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারে করে ৩ ব্যক্তি মোটরসাইকেল কেনার জন্য শোরুমে আসেন। এদের মধ্যে একজন শোরুমে ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকেন। পরে সিভিআর থাই মোটরসাইকেল পছন্দ করে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য রাস্তায় নামেন। এ সময় মোটরসাইকেল একটু ক্ষতিগস্ত হয়। পরে ফোন করে আরেকজনকে শোরুমে নিয়ে আসেন। এরপর তারা মোটরসাইকেলটি সাড়ে ৬ লাখ টাকা মিটিয়ে আবারও মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য বের হয়ে উধাও হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ পার হলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় সঙ্গে আসা প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করে রাখা হয়।

প্রাইভেটকারের চালক লেবু মিয়া বলেন, জিরাবো বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে আমাকে শোরুমে নিয়ে আসে। তার পরিচয় দিয়েছেন তার বাড়ি আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার মধ্যে টাকা আছে বলে জানায়। সেই টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয়ের কথা বলে শোরুমে নিয়ে আসেন। কিন্তু পরে ব্যাগ খুলে ভেতরে কোনো টাকা পাওয়া যায়নি। পরে সঙ্গে আসা বাকি দুজনকে আটকে মোটরসাইকেলের টাকা আদায় করে তাদের ছেড়ে দেয় শোরুম মালিক।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে ৬২২ জন নিহত, আহত দেড় হাজারের বেশি

শোরুম থেকে ট্রায়ালের কথা বলে বাইক নিয়ে উধাও হয়ে গেলেন যুবক

আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সাভারের আশুলিয়ায় একটি শো-রুম থেকে দরদাম করে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চলে গেছে এক যুবক। এ ঘটনায় সঙ্গে আসা দুজনকে আটক করা হলেও পরবর্তীতে মোটরসাইকেলের মূল্য পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর মধ্যপাড়া এলাকার ভাই ভাই মোটরস নামক শোরুমে এ ঘটনা ঘটে।

শোরুম মালিক মো. হেলাল জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেটকারে করে ৩ ব্যক্তি মোটরসাইকেল কেনার জন্য শোরুমে আসেন। এদের মধ্যে একজন শোরুমে ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকেন। পরে সিভিআর থাই মোটরসাইকেল পছন্দ করে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য রাস্তায় নামেন। এ সময় মোটরসাইকেল একটু ক্ষতিগস্ত হয়। পরে ফোন করে আরেকজনকে শোরুমে নিয়ে আসেন। এরপর তারা মোটরসাইকেলটি সাড়ে ৬ লাখ টাকা মিটিয়ে আবারও মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য বের হয়ে উধাও হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ পার হলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় সঙ্গে আসা প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করে রাখা হয়।

প্রাইভেটকারের চালক লেবু মিয়া বলেন, জিরাবো বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে আমাকে শোরুমে নিয়ে আসে। তার পরিচয় দিয়েছেন তার বাড়ি আশুলিয়ার দুর্গাপুর এলাকায় এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার মধ্যে টাকা আছে বলে জানায়। সেই টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয়ের কথা বলে শোরুমে নিয়ে আসেন। কিন্তু পরে ব্যাগ খুলে ভেতরে কোনো টাকা পাওয়া যায়নি। পরে সঙ্গে আসা বাকি দুজনকে আটকে মোটরসাইকেলের টাকা আদায় করে তাদের ছেড়ে দেয় শোরুম মালিক।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।