ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপিয়েছে দুর্বৃত্তরা

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 71

সিলেটে ছাত্রলীগের এক নেতা ও তার সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর মেন্দিবাগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সি‌লেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

সিলেটে ছাত্রলীগের এক নেতা ও তার সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর মেন্দিবাগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সি‌লেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।