ক্রিকেট বিশ্বের চারটি বড় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার এ অভিজ্ঞ কোচ এবার সামলাবেন রংপুর রাইডার্স শিবির।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের জন্য তাকে নিয়োগ দিয়েছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি।
শুক্রবার (১৮ অক্টোবর) নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুর রাইডার্স এবার দল গড়েছে মাঝারি মানের। সোহান, শেখ মেহেদী, সাইফউদ্দিনদের সঙ্গে রাইডার্সে আছে নাহিদ রানা, সৌম্য, রাজা, কামরুল রাব্বীরা। নাটকীয়ভাবে অ্যালেক্স হেলসকে ড্রাফট থেকে দলভুক্ত করেছে রাইডার্স।তবে প্রোটিয়া অভিজ্ঞ কোচের সংস্পর্শে মাঝারি মানের দলটিই দারুণ দলে পরিণত হতে পারে। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে মিকি আর্থারের কোচিং ক্যারিয়ার শুরু। এরপর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার হয়ে সবশেষ পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেশ পুরনো আর্থার। কাজ করেছেন বিপিএলেই। ২০১৫ সালে তিনি ঢাকা ডাইনামাইটসের প্রধান কোচ ছিলেন। এরপর পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস এবং লঙ্কান প্রিমিয়ার লিগে দল ডাম্বুলা অরার হয়েও কাজ করেছেন।তাইতো মিকি আর্থারকে বিশ্ব মানের কোচ উল্লেখ করে ফেসবুক পোস্টে রংপুর লেখে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার। এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।’
সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের।