ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
নিরাপদ সড়ক,

নিরাপদ সড়ক আন্দোলন ২৪ বেপরোয়া বাসের বিরুদ্ধে সড়ক নিরাপত্তার দাবি

৯ই অক্টোবর ২০২৪ সকাল ৯ ঘটিকায়, উত্তর বাড্ডার সুবাস্ত শপিং কমপ্লেক্সের কাছে রাস্তা পার হওয়ার সময়,  NEXT Ventures এর Executive এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) প্রাক্তন ছাত্রী তাসনিম জাহান আইরিন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। তার বড় বোন নুসরাত জাহান জেরিন গুরুতরভাবে আহত হন। আকাশ এন্টারপ্রাইজ দুটি বাস বেপরোয়াভাবে অতিক্রম করার সময় তাদের একটি বাস এই দূর্ঘটনা ঘটায়।

গত ১৪ই অক্টোবর এবং ১৫ই অক্টোবর  NEXT Ventures এর কর্মকর্তা ও কর্মচারীরা নিহত তাসনিম জাহান আইরিন এর সুষ্ঠ বিচারের দাবিতে এবং সড়কে যেনো আর কোন প্রাণ না যায়, তারই দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে NEXT Ventures এর কর্মকর্তা, কর্মচারীর।সেখান থেকে পাঁচ দফা দাবি দেয়

পাঁচ দফা দাবি হলো, 
অবিলম্বে ঢাকার রাস্তা থেকে সকল অযোগ্য/Unfit বাসগুলোকে সরিয়ে ফেলতে হবে। (অবিলম্বে বাস্তবায়ন)

লাইসেন্সবিহীন সকল বাস চালকদের সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্সিং-এর আওতায় আনতে হবে। (৩০ দিনের মধ্যে)

বর্তমান সড়ক নিরাপত্তা আইন সংশোধন করে আরও কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে এবং দুর্নীতিগ্রস্ত বাস সিন্ডিকেট ও বাস/ব্যানার মালিকদের আইনের আওতায় আনতে হবে। (৩০ দিনের মধ্যে কার্যকর)

আকাশ ও ভিক্টর ক্লাসিকের লাইসেন্স ও রোড পারমিট অবিলম্বে বাতিল করতে হবে এবং মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে (বিশেষ করে লিটন ব্যাপারী, আশরাফ, আজগর সহ সংশ্লিষ্ট সকল আকাশ ও ভিক্টর ক্লাসিক পরিবহনের মালিকগনের বিরুদ্ধে)। (সর্বোচ্চ ৭ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে)

নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কঠোর ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি যথাযথ বাস স্টপ, স্পিড ব্রেকার, ট্রাফিক লাইট ও ফুটওভার ব্রিজ বাস্তবায়ন করতে হবে। (২ মাসের মধ্যে পরিকল্পনা এবং জরুরি সড়ক গুলোতে বাস্তবায়ন)

জনপ্রিয় সংবাদ

৭ দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে

নিরাপদ সড়ক,

নিরাপদ সড়ক আন্দোলন ২৪ বেপরোয়া বাসের বিরুদ্ধে সড়ক নিরাপত্তার দাবি

আপডেট সময় ০৯:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

৯ই অক্টোবর ২০২৪ সকাল ৯ ঘটিকায়, উত্তর বাড্ডার সুবাস্ত শপিং কমপ্লেক্সের কাছে রাস্তা পার হওয়ার সময়,  NEXT Ventures এর Executive এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) প্রাক্তন ছাত্রী তাসনিম জাহান আইরিন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। তার বড় বোন নুসরাত জাহান জেরিন গুরুতরভাবে আহত হন। আকাশ এন্টারপ্রাইজ দুটি বাস বেপরোয়াভাবে অতিক্রম করার সময় তাদের একটি বাস এই দূর্ঘটনা ঘটায়।

গত ১৪ই অক্টোবর এবং ১৫ই অক্টোবর  NEXT Ventures এর কর্মকর্তা ও কর্মচারীরা নিহত তাসনিম জাহান আইরিন এর সুষ্ঠ বিচারের দাবিতে এবং সড়কে যেনো আর কোন প্রাণ না যায়, তারই দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে NEXT Ventures এর কর্মকর্তা, কর্মচারীর।সেখান থেকে পাঁচ দফা দাবি দেয়

পাঁচ দফা দাবি হলো, 
অবিলম্বে ঢাকার রাস্তা থেকে সকল অযোগ্য/Unfit বাসগুলোকে সরিয়ে ফেলতে হবে। (অবিলম্বে বাস্তবায়ন)

লাইসেন্সবিহীন সকল বাস চালকদের সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্সিং-এর আওতায় আনতে হবে। (৩০ দিনের মধ্যে)

বর্তমান সড়ক নিরাপত্তা আইন সংশোধন করে আরও কঠোর নিয়ম প্রয়োগ করতে হবে এবং দুর্নীতিগ্রস্ত বাস সিন্ডিকেট ও বাস/ব্যানার মালিকদের আইনের আওতায় আনতে হবে। (৩০ দিনের মধ্যে কার্যকর)

আকাশ ও ভিক্টর ক্লাসিকের লাইসেন্স ও রোড পারমিট অবিলম্বে বাতিল করতে হবে এবং মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে (বিশেষ করে লিটন ব্যাপারী, আশরাফ, আজগর সহ সংশ্লিষ্ট সকল আকাশ ও ভিক্টর ক্লাসিক পরিবহনের মালিকগনের বিরুদ্ধে)। (সর্বোচ্চ ৭ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে)

নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কঠোর ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি যথাযথ বাস স্টপ, স্পিড ব্রেকার, ট্রাফিক লাইট ও ফুটওভার ব্রিজ বাস্তবায়ন করতে হবে। (২ মাসের মধ্যে পরিকল্পনা এবং জরুরি সড়ক গুলোতে বাস্তবায়ন)