ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসুর কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হচ্ছেন বাগেরহাটের অপু Logo জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ট্রাম্প Logo গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভে উত্তাল ইসরায়েল Logo চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Logo ১৫ আগস্টের শ্রদ্ধার আড়ালে ঘটেছে ভয়াবহ ষড়যন্ত্র : জুলকারনাইন সায়ের Logo শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা Logo দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে Logo পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: চারুকলা প্রভাষক বরখাস্ত, ধর্ম অবমাননার মামলা রজু

বাগেরহাটের ফকিরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের চারুকলা বিভাগের প্রভাষক সুকুমার বাগচীকে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক বৈঠকের পর কলেজের অধ্যক্ষ মো. মুসা হোসাইন খান এই বরখাস্তের ঘোষণা দেন। বৈঠকে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রভাষক সুকুমার বাগচীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তিনি গত ২৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির এক ক্লাসে ইসলাম ধর্ম, মহানবী (সা.), ইসলামে পর্দা ও আরব দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন। এই ঘটনায় কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষুব্ধ জনতা প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানায় এবং থানা পুলিশের কাছে ধর্ম অবমাননার মামলা করা হয়। সুকুমার বাগচী বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ প্রভাষক বাগচীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। এছাড়া ইসলামী আন্দোলন ফকিরহাট শাখা শিক্ষার্থী-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিল করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ধর্ম অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ডাকসুর কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হচ্ছেন বাগেরহাটের অপু

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: চারুকলা প্রভাষক বরখাস্ত, ধর্ম অবমাননার মামলা রজু

আপডেট সময় ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বাগেরহাটের ফকিরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের চারুকলা বিভাগের প্রভাষক সুকুমার বাগচীকে ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক বৈঠকের পর কলেজের অধ্যক্ষ মো. মুসা হোসাইন খান এই বরখাস্তের ঘোষণা দেন। বৈঠকে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রভাষক সুকুমার বাগচীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তিনি গত ২৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণির এক ক্লাসে ইসলাম ধর্ম, মহানবী (সা.), ইসলামে পর্দা ও আরব দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন। এই ঘটনায় কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষুব্ধ জনতা প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানায় এবং থানা পুলিশের কাছে ধর্ম অবমাননার মামলা করা হয়। সুকুমার বাগচী বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা ও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ প্রভাষক বাগচীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। এছাড়া ইসলামী আন্দোলন ফকিরহাট শাখা শিক্ষার্থী-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিল করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ধর্ম অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।