ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি, প্রভাষকের শাস্তির দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

বাগেরহাটের ফকিরহাটে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে সরকারি ফজিলাতুন্নেসা মুজিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুকুমার বাকচীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির মাওলানা এ.বি.এম. তৈয়বুর রহমান জানান, প্রভাষক সুকুমার বাকচী শ্রেণিকক্ষে ইসলাম ও মহানবী (সাঃ) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। জামায়াতের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রভাষকের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

তিনি ফকিরহাটের জনগণকে আইন নিজের হাতে না তুলে নেয়ার আহ্বান জানান এবং শান্তি বজায় রাখার গুরুত্ব আরোপ করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

বাগেরহাটে মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি, প্রভাষকের শাস্তির দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

বাগেরহাটের ফকিরহাটে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে সরকারি ফজিলাতুন্নেসা মুজিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুকুমার বাকচীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির মাওলানা এ.বি.এম. তৈয়বুর রহমান জানান, প্রভাষক সুকুমার বাকচী শ্রেণিকক্ষে ইসলাম ও মহানবী (সাঃ) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, যা ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। জামায়াতের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রভাষকের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

তিনি ফকিরহাটের জনগণকে আইন নিজের হাতে না তুলে নেয়ার আহ্বান জানান এবং শান্তি বজায় রাখার গুরুত্ব আরোপ করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।