দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রোববার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ১১টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট কাজ করে। বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।