ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্তঃনগর ট্রেন চলাচল নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধ Logo মুরাদনগরে মব লিঞ্চিং: যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩ Logo জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় ১ জুন Logo ওয়েবসাইট–ফেসবুক–ইউটিউবসহ আ. লীগ–অঙ্গসংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি Logo ঢাবি ভিসির ওপর দায় চাপিয়ে সত্যকে আড়াল করার পাঁয়তারা: সারজিস Logo চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা Logo আ’মী লীগ নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব Logo জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে Logo আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র Logo চট্টগ্রামে পৌঁছেছেন চট্টগ্রামে ড. ইউনূস

পাবনায় মদপানে দুই বন্ধুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তঃনগর ট্রেন চলাচল নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধ

পাবনায় মদপানে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় ১২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।