ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ Logo কেমন থাকবে আগামী ৫ দিন আবহাওয়া Logo ঢাবিতে বিএনপি সমর্থক একজন প্রভাষকও নেই Logo তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে অনেক ভবন Logo পুলিশের বিশেষ অভিযানে মামা বাহিনীর সদস্য ও কুখ্যাত সন্ত্রাসী সিরাজ গ্রেপ্তার Logo র‍্যাগিংয়ের দায়ে জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার,৪ জনের ক্লাস নিষেধাজ্ঞা Logo তুরস্কে ভয়াভহ ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন Logo চানখারপুল আনাসসহ ৬ হত্যা মামলা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ Logo জবিতে নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যার বিরুদ্ধে, ছাত্রদলের প্যাডে তিনিই পাঠালেন বিবৃতি Logo আজ তিন দিনের সফরে মালয়েশিয়া যাবে প্রধান উপদেষ্টা

পাবনায় মদপানে দুই বন্ধুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ

পাবনায় মদপানে দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় ১২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।