আল কুরআনের চর্চা বাড়াতে বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে স্কুল ছাত্রদের নিয়ে চতুর্থবারের মত পবিত্র কুরআনুল কারিমের ৩০তম পারা (আমপারা) মুখস্তকরণ প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (শনিবার) সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং মিডিয়া ব্যক্তিত্ব, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর ড. মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাওয়াহ সার্কেলের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শফিক উল্লাহ মাদানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী, বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উল্লাহ, বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আবিদসহ দাওয়াহ সার্কেলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোখতার আহমেদ প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, “আল কুরআনের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত না থাকাই সকল ধরনের ফিতনা এবং অধঃপতনের মূল কারণ। এই সমাজকে গড়তে হলে আমাদের কুরআনের দিকেই ফিরে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই।”
ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কুরআনের অনুশাসন মেনে চলার পাশাপাশি তা সমাজে বাস্তবায়নের প্রচেষ্টায় সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যাপারে উপস্থিত মেহমানবৃন্দ নসিহা পেশ করেন। আয়োজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কুরআনের স্বচ্ছ জ্ঞান ও বিজ্ঞতায় আরো সমৃদ্ধ হওয়া এবং দাঈ হিসেবে কুরআনকে ধারণ করে ইসলামের সুমহান আদর্শ প্রচার করার ব্যাপারে বিশেষ পরামর্শও প্রদান করেন মেহমানবৃন্দ।
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের এই আয়োজনের সফলতা কামনা করে তারা বলেন, “বর্তমান সময়ে নানা অনৈতিকতার সয়লাবে সমাজ যখন ছেয়ে যাচ্ছে, সেই সময়ে স্কুল ছাত্রদের নিয়ে কুরআনের সাথে রাখতে বাংলাদেশ দাওয়াহ সার্কেল যে কর্মসূচি গ্রহণ করেছে এবং করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।”
এ বছর স্কুল ছাত্রদের নিয়ে এ আয়োজনে শতাধিক ছাত্রের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত প্রতিযোগিতায় ২৩ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। চূড়ান্তভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার ও ২০ হাজার টাকা এবং ৪র্থ থেকে ২০শ স্থান অধিকারীদের প্রত্যেককে ৫ হাজার টাকার পাশাপাশি বিজয়ী সকলকে দাওয়াহ সার্কেলের গিফট হ্যাম্পাস, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ দাওয়াহ সার্কেল প্রতিবছরই ইসলামী বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে নানা আয়োজন করে থাকে ছাত্র ও সাধারণ মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে। মাসিক দারসুল কুরআন, সমসাময়িক ইস্যু নিয়ে প্রশ্নোত্তর পর্ব আয়োজন, মাসিক আল-কুরআন কুইজ, সিরাত কুইজ, বক্তব্য প্রতিযোগিতাসহ নানামুখী দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সমাজের সকল বয়স-শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে বাংলাদেশ দাওয়াহ সার্কেল।