ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল, জনতার ধাওয়া Logo এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো আওয়ামী লীগ: নাহিদ Logo ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয় Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব Logo গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ Logo আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য

ময়মনসিংহে সাংবাদিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে সাংবাদিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক স্থানীয় সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি হয়। ঘটনার পর অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। তিনি ময়মনসিংহ থেকে অনেক আগে প্রকাশিত একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন। ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। আজ সকালে সাগরসহ তিনজন স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। এসময় সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেন। স্বপন ভদ্র জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পড়ে যান। পরে সাগর স্বপন ভদ্রের ঘাড়ে কোপ দেন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপন ভদ্রকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ময়মনসিংহে সাংবাদিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক স্থানীয় সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি হয়। ঘটনার পর অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। তিনি ময়মনসিংহ থেকে অনেক আগে প্রকাশিত একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন। ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। আজ সকালে সাগরসহ তিনজন স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। এসময় সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেন। স্বপন ভদ্র জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পড়ে যান। পরে সাগর স্বপন ভদ্রের ঘাড়ে কোপ দেন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপন ভদ্রকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।