বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার আটটি ইউনিয়নের ৪৩টি পূজামণ্ডপে যান তারা এবং সেখানকার পুরোহিত ও পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন।
জামায়াত নেতারা আশ্বস্ত করেন যে, পূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য তারা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবেন। তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে, যাতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এবি,এম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মোফাজ্জল হায়দার, তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক কামারুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি আজিজুল ইসলামসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক ফরহাদ হোসেন, মোতালেব হুসাইন, হাফেজ আব্দুস সামাদ, লিয়াকত আলী, আব্দুর রব, আমির হামজা, মো: আজাদ এবং মহিদুল ইসলাম।
ফকিরহাট উপজেলায় এ বছর মোট ৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ৪৩টি মণ্ডপ পরিদর্শন করেন। পূজা আয়োজকরা জামায়াত নেতাদের এই সহানুভূতি ও নিরাপত্তার আশ্বাসকে স্বাগত জানান।