ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব Logo সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী Logo ফের নাফ নদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo ডাকসু নির্বাচনে বাধা এলে সবাইকে ডেকে সবকিছু বলে দেব: ঢাবি উপাচার্য Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা

হজ নিবন্ধন নিয়ে জরুরি বার্তা ধর্ম মন্ত্রণালয়ের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 297

২০২৫ সালে হজ করতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে হজ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে মিনা ও আরাফাহ’র ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সহকারী সচিব মো. তোফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে আল্-মাশায়ের আল্-মোকাদ্দাসার (মিনা ও আরাফাহ) এর তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাঁবু বরাদ্দ প্রদান করা হয় বিধায় বিশ্বের অনেক দেশ জামারাহ এর নিকটবর্তী জোনে তাঁবু বরাদ্দ গ্রহণ করবে।

এর ফলে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন না হলে মিনা ও আরাফাহ ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে বিলম্ব হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

বিজ্ঞপ্তিতে মিনা ও আরাফাহ’র কাঙ্ক্ষিত জোনে তাঁবু গ্রহণ, সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন, মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া ও নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসাকরণের মাধ্যমে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ টিভিতে যে খেলা দেখবেন

হজ নিবন্ধন নিয়ে জরুরি বার্তা ধর্ম মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

২০২৫ সালে হজ করতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে হজ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিবন্ধন না করলে মিনা ও আরাফাহ’র ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। বুধবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সহকারী সচিব মো. তোফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে আল্-মাশায়ের আল্-মোকাদ্দাসার (মিনা ও আরাফাহ) এর তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাঁবু বরাদ্দ প্রদান করা হয় বিধায় বিশ্বের অনেক দেশ জামারাহ এর নিকটবর্তী জোনে তাঁবু বরাদ্দ গ্রহণ করবে।

এর ফলে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন না হলে মিনা ও আরাফাহ ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে বিলম্ব হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

বিজ্ঞপ্তিতে মিনা ও আরাফাহ’র কাঙ্ক্ষিত জোনে তাঁবু গ্রহণ, সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন, মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া ও নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসাকরণের মাধ্যমে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।