ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবু সাঈদের বোনকে চাকরি দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার এটেনডেন্ট হিসেবে চাকরি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সুমি খাতুনকে নিয়োগপত্র হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শওকাত আলী। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগের আদেশ দেওয়া হয়।

নিয়োগপত্রে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুমি খাতুনকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেন্ডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সাঈদের মৃত্যুর পর সারাদেশে আন্দোলনে নতুন মাত্রাযুক্ত হয়। তৎকালীন সরকার আবু সাঈদের পরিবারকে ডেকে নিয়ে ১০ লাখ টাকা অনুদান দেয় এবং পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও নগদ সহায়তা ছাড়াও আবু সাঈদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে ছাত্র জনতার আন্দোলন তীব্র হলে আন্দোলনের মুখে পড়ে বাধ্য হয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে নতুন সরকার হয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান হন ড. ইউনূস। ১০ আগস্ট ইউনূস বিশ্ববিদ্যালয় এবং আবু সাঈদের বাড়িতে যান এবং তিনিও আশ্বাস দেন। পরবর্তীতে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে যোগদানের পর ড. শওকাত আলীও প্রথমে আবু সাঈদের বাড়ি যান এবং চাকরির আশ্বাস দিয়ে আসেন। তারই প্রেক্ষিতে তিনি আবু সাঈদের ছোট বোনকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার এটেনডেন্ট হিসেবে নিযুক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

আবু সাঈদের বোনকে চাকরি দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার এটেনডেন্ট হিসেবে চাকরি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সুমি খাতুনকে নিয়োগপত্র হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শওকাত আলী। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগের আদেশ দেওয়া হয়।

নিয়োগপত্রে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুমি খাতুনকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেন্ডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সাঈদের মৃত্যুর পর সারাদেশে আন্দোলনে নতুন মাত্রাযুক্ত হয়। তৎকালীন সরকার আবু সাঈদের পরিবারকে ডেকে নিয়ে ১০ লাখ টাকা অনুদান দেয় এবং পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও নগদ সহায়তা ছাড়াও আবু সাঈদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে ছাত্র জনতার আন্দোলন তীব্র হলে আন্দোলনের মুখে পড়ে বাধ্য হয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে নতুন সরকার হয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান হন ড. ইউনূস। ১০ আগস্ট ইউনূস বিশ্ববিদ্যালয় এবং আবু সাঈদের বাড়িতে যান এবং তিনিও আশ্বাস দেন। পরবর্তীতে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে যোগদানের পর ড. শওকাত আলীও প্রথমে আবু সাঈদের বাড়ি যান এবং চাকরির আশ্বাস দিয়ে আসেন। তারই প্রেক্ষিতে তিনি আবু সাঈদের ছোট বোনকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার এটেনডেন্ট হিসেবে নিযুক্ত করেন।