ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

লেবাননে বর্বর হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০, অনেকের দেহ ছিন্নভিন্ন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 125

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি বলে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এ প্রতিবেদন জানিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ‘ নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।’

ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

লেবাননে বর্বর হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০, অনেকের দেহ ছিন্নভিন্ন

আপডেট সময় ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি বলে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এ প্রতিবেদন জানিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ‘ নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।’

ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।