ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

লেবাননে বর্বর হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০, অনেকের দেহ ছিন্নভিন্ন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 113

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি বলে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এ প্রতিবেদন জানিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ‘ নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।’

ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

লেবাননে বর্বর হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০, অনেকের দেহ ছিন্নভিন্ন

আপডেট সময় ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।

আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি বলে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এ প্রতিবেদন জানিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ‘ নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।’

ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি। ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।