ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা Logo ‘কুরআন প্রশিক্ষণ প্রোগামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না’ Logo নোয়াখালীতে ছাত্রশিবিরের উপর যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ Logo শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়ে পরিণতি আরও বেশি খারাপ হবে: ডাকসু ভিপি Logo জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা Logo শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Logo সয়দাবাদ রেলস্টেশন এলাকার রেলের মাটি বিক্রি করছেন বিএনপি নেতা Logo পিআর আন্দোলনকে জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ ইসলাম Logo ছাত্রলীগের নামে রুম দখলে নেওয়া সেই পিয়াল এখন ছাত্রদলের দপ্তর সম্পাদক Logo পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি শিক্ষার্থীকে খুন

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ভারত

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ২২২ রান তাড়ার রেকর্ড গড়তে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি দিল্লিতেই এসেছিল। ১৫৪ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তা ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দিল্লিতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৪১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট নিয়ে।

তবে চতুর্থ উইকেটে ১০৮ রানের দুর্দান্ত এক জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফিফটি পাওয়া নিতিশ যখন আরও বিধ্বংসী হয়ে উঠছিলেন তখন তাকে ড্রেসিংরুমের পথ দেখান মোস্তাফিজুর রহমান। ২১৭.৬৪ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন নিতিশ। ৪ চারের বিপরীতে হাঁকান ৭ ছক্কা।

নিতিশের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও আউট করেন মোস্তাফিজ। তবে অভিষিক্ত সিরিজ খেলতে নামা নিতিশকে আউট করলেও ভারতের রানের চাকা বন্ধ করতে পারেননি ‘কাটার মাস্টার’। ছয়ে নেমে হার্দিক পান্ডিয়া যে গত ম্যাচের তাণ্ডবটাই আজকেও দেখানো শুরু করেন। প্রথম ম্যাচে ১৬ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলা পান্ডিয়া আজ ৩২ রান করেছেন। ইনিংসটি সাজিয়েছেন সমান ২ চার ও ছক্কায়।

অন্যদিকে নিতিশের মারমুখি ব্যাটিংয়ের সময় অ্যাঙ্করের ভূমিকা পালন করা রিংকুর ব্যাটও আর চুপ থাকেনি। উদীয়মান ব্যাটার ভারতের ইনিংসের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণের তৃতীয় ফিফটির ইনিংসটি খেলেছেন ৫৩ রানের। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ২৯ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২১ রান করেছে। সংগ্রহটা আরও বড় হতে পারত। শেষ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সংগ্রহটা বড় করতে দেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাভারে বাড়ি ফেরার পথে ধ’র্ষ’ণে’র শিকার তরুণী, থানায় মামলা

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিল ভারত

আপডেট সময় ০৯:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ২২২ রান তাড়ার রেকর্ড গড়তে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি দিল্লিতেই এসেছিল। ১৫৪ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তা ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দিল্লিতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৪১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট নিয়ে।

তবে চতুর্থ উইকেটে ১০৮ রানের দুর্দান্ত এক জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফিফটি পাওয়া নিতিশ যখন আরও বিধ্বংসী হয়ে উঠছিলেন তখন তাকে ড্রেসিংরুমের পথ দেখান মোস্তাফিজুর রহমান। ২১৭.৬৪ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন নিতিশ। ৪ চারের বিপরীতে হাঁকান ৭ ছক্কা।

নিতিশের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও আউট করেন মোস্তাফিজ। তবে অভিষিক্ত সিরিজ খেলতে নামা নিতিশকে আউট করলেও ভারতের রানের চাকা বন্ধ করতে পারেননি ‘কাটার মাস্টার’। ছয়ে নেমে হার্দিক পান্ডিয়া যে গত ম্যাচের তাণ্ডবটাই আজকেও দেখানো শুরু করেন। প্রথম ম্যাচে ১৬ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলা পান্ডিয়া আজ ৩২ রান করেছেন। ইনিংসটি সাজিয়েছেন সমান ২ চার ও ছক্কায়।

অন্যদিকে নিতিশের মারমুখি ব্যাটিংয়ের সময় অ্যাঙ্করের ভূমিকা পালন করা রিংকুর ব্যাটও আর চুপ থাকেনি। উদীয়মান ব্যাটার ভারতের ইনিংসের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেছেন। সংক্ষিপ্ত সংস্করণের তৃতীয় ফিফটির ইনিংসটি খেলেছেন ৫৩ রানের। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ২৯ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২১ রান করেছে। সংগ্রহটা আরও বড় হতে পারত। শেষ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সংগ্রহটা বড় করতে দেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।